আমি শিল্পভিত্তিক অর্থনীতি চাই: শিল্পমন্ত্রী

আমি শিল্পভিত্তিক অর্থনীতি চাই: শিল্পমন্ত্রী

শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া বলেছেন, ‘আমি শিল্পভিত্তিক অর্থনীতি চাই। সবার আগে দেশীয় শিল্পের স্বার্থ সংরক্ষণ করতে হবে। প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করতে হলে এর কোনো বিকল্প নেই।’

মন্ত্রী বলেন, ‘বাংলাদেশ একসময় ট্রেডিং জোন ছিলো। এখন উৎপাদনের দিকে যাচ্ছে এটা আশার কথা।’

বৃহস্পতিবার বিকেলে শিল্পমন্ত্রণালয় আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী এসব কথা বলেন।

‘আমদানি বিকল্প পণ্য উৎপাদনে নতুন শিল্প স্থাপনে উৎসাহমূলক ট্যারিফ কাঠামো’ শীর্ষক সেমিনারে সভাপতিত্ব করেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এবিএম খোরশেদ আলম। মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত সেমিনারে বিশেষ অতিথি ছিলেন ট্যারিফ কমিশনের চেয়ারম্যান ড. এম মুজিবুর রহমান। এতে রেফ্রিজারেটর, মোটরসাইকেল, এয়ারকন্ডিশনার ও টেলিভিশন উৎপাদক এবং আমদানিকারকরা উপস্থিত ছিলেন।

সেমিনারে উপস্থাপন করা মূল প্রবন্ধে বলা হয়- ২০১০ সাল থেকে আমদানি এবং রফতানির পার্থক্য বাড়ছে। ব্যবধান কমিয়ে আনতে দেশে উৎপাদন করা হয় এরকম পণ্যের ওপর সম্পূরক শুল্ক বাড়ানোর প্রস্তাব করা হয়। সেইসঙ্গে ৩ থেকে ৫টি থ্রাস্ট সেক্টর চিহ্নিত করে বিশেষ প্রণোদনা দেওয়ার পরামর্শ দেওয়া হয়।

সেমিনারে রেফ্রিজারেটর ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের সহ সভাপতি চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন বলেন, ‘দেশে উৎপাদিত হচ্ছে বলে উচ্চমানের ওয়ালটন ফ্রিজ আমদানি করা ফ্রিজের প্রায় অর্ধেক মূল্যে বিক্রি হচ্ছে।’

ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সহ সভাপতি মিজানুর রহমান বলেন, ‘এসআরও-২১৩ এর আওতায় ভ্যাট সুবিধা বলে ওয়ালটন বিশাল বিনিয়োগে গেছে। এখন এটি বাতিল হলে কয়েক হাজার কোটি টাকার বিনিয়োগ ঝুঁকির মুখে পড়বে।’
ওনার অটোমোকবাইলস এর চেয়ারম্যান হাফিজুর রহমান খান বলেন, ‘সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী এসআরও-২১৩ এর প্রণোদনা ২০১৪ সাল পর্যন্ত বহাল রাখতে হবে। শত শত কোটি টাকা বিনিয়োগ করেছি। এখন প্রণোদনা বাতিল হলে আমাদের ক্ষতি কীভাবে পূরণ হবে। এসআরওতে কোনো ভুল হয়ে থাকলে তার দায়িত্ব সরকারকেই নিতে হবে।’

ট্যারিফ কমিশনের চেয়ারম্যান বলেন, ‘দেশীয় উদ্যোক্তাদের কোনো সুবিধা দিয়ে তা ব্রেক করা যাবে না। এজন্য দীর্ঘমেয়াদী নিরবিচ্ছিন্ন নীতিমালা প্রয়োজন। শিল্পায়ন করতে চাইলে, চাকরির সুযোগ বাড়াতে চাইলে, বিনিয়োগকারীদের সুবিধা দিতেই হবে।’

প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী আরো বলেন, ‘বিনিয়োগকারীরা যাতে ক্ষতিগ্রস্ত না হন, সবার আগে সেটি দেখতে হবে।’ ওয়ালটনের প্রশংসা করে মন্ত্রী বলেন, ‘ ইন্ডাস্ট্রিয়াল বেসড ইকোনমি থেকে তারা হাইটেকে চলে গেছে। অভীষ্ঠ লক্ষ্যে পৌঁছতে হলে শিল্পায়নের বিকল্প নেই।’ দীর্ঘমেয়াদী ভ্যাট-ট্যাক্স নীতিমালা প্রণয়নের কথাও বলেন তিনি।

অর্থ বাণিজ্য