পাকিস্তান এত ভালো খেলছে কেন? উত্তর সহজ-বাংলাদেশ ভালো খেলতে পারে না তাই। পাকিস্তান ভালো দল তাই ভালো খেলে। ক্রিকেটীয় ভাষায়-পাকিস্তান বেসিক ক্রিকেট খেলে, বাংলাদেশ তাদের নিজস্ব ঢঙে খেলে। এসব তো আপনিও বলতে পারেন। এবার ক্রিকেটারদের উত্তর জেনে নিলে হয়।
শুক্রবার সন্ধ্যায় সংবাদ সম্মেলনে বাংলাদেশের প্রধান কোচ স্টুয়ার্ট ল বলেছিলেন তার শিষ্যদের ক্রিকেটের বেসিকে সমস্যা নেই, মনস্তাত্বিক সমস্যায় ভুগছে। শনিবার সহ-অধিনায়ক মাহমুদউল্লাহ মনস্তাত্তিক সমস্যার কথা মেনে নিলেও ক্রিকেটে সামর্থ্যে ব্যাখ্যাটা দিলেন অন্যভাবে,‘গত দুই-তিন সিরিজে আমাদের ব্যাটিংটা ভালো হয়নি। তবে তার আগে এক-দেড় বছরে আমরা ধারাবাহিকভাবে ভালো ব্যাটিং করছিলাম। সেটি টেস্ট-ওয়ানডে সব জায়গায়। এখন আসলে আমাদের একটা বড় ইনিংস দরকার। যদি দ্বিতীয় ইনিংসে ভালো ব্যাটিং করতে পারি, তাহলে আত্মবিশ্বাস ফিরে আসবে।’
বিশ্বকাপ থেকেই উত্থানপতনের মধ্যদিয়ে যাচ্ছে বাংলাদেশ দলের পারফরমেন্স। ওয়েস্ট ইন্ডিজের কাছে ৫৮ রান এবং দক্ষিণ আফ্রিকার কাছে ৭৮ রানে অল-আউট হওয়ার মতো ঘটনা ঘটেছে। জিম্বাবুয়েতে একমাত্র টেস্টে পরাজয়, পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ ৩-২ এ হার। ওয়েস্ট ইন্ডিজের কাছে দুই টেস্টের সিরিজ ১-০ তে, ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে হারের পর নাকাল হচ্ছে পাকিস্তানের কাছেও। তিন ফর্মেটের ক্রিকেটের কোন একটিতেও দাঁড়াতেই পারছে না। বাংলাদেশ দলের সহ-অধিনায়কের ব্যাখ্যা,“প্র্যাকটিসে আমাদের সবকিছু ঠিকঠাক হচ্ছে। যখনই মাঠে যাচ্ছি, আর হচ্ছে না। মনস্তাত্ত্বিক কিছু সমস্যা হয়তো আছে। শট নির্বাচনের ব্যাপারে কী করব, না করবÑএমন একটা ব্যাপার কাজ করে। সে কারণেই বারবার ব্যাটিং ধস হচ্ছে।”
দ্বিতীয় দিন শেষে পাকিস্তানের সংগ্রহ চার উইকেট ৪১৫ রান। ২৮০ রানে এগিয়ে আছে। একটি শতক (১৪৩ রান) করেছেন মোহাম্মদ হাফিজ। ইউনুস খান ৯৬ রান নিয়ে তার টেস্ট ক্যারিয়ারের ১৯তম শতকের বাউন্ডারি লাইনে। এখন পর্যন্ত যারা ক্রিজে আছেন এবং পরে ব্যাট করবেন, তাদের এক দুইজন ভালো খেললে শতকের সংখ্যা বেড়ে যেতে পারে। দলের স্কোর পাহাড় সমান উচ্চাতা নিয়েছে, সেটা হয়তো হিমালয়ের চূড়া স্পর্শ করবে। উত্তরণের পথ একটাই যত তাড়াতাড়ি সম্ভব সফরকারী দলকে অল-আউট করে দেওয়া। পরের ইনিংসে স্বাগতিকদেরও বড় স্কোর গড়ে তোলা,“সব কিছু নির্ভর করছে আমাদের ব্যাটিংয়ের দ্বিতীয় ইনিংসের ওপর। কাল (রোববার) ওদের দ্রুত অলআউট করে দেওয়ার লক্ষ্য থাকবে। যদিও এমন উইকেটে কাজটি খুব কঠিন। এরপর দ্বিতীয় ইনিংসের ব্যাটিংয়ের দিকে সমস্ত মনোযোগ দিতে হবে।”