কোন ক্রিকেটার কোথায় ঈদ উদযাপন করছেন?

কোন ক্রিকেটার কোথায় ঈদ উদযাপন করছেন?

সামনে কোনো সিরিজ না থাকায় আপাতত ব্যস্ততা নেই ক্রিকেটারদেরও

সোমবার দেশব্যাপী উদযাপিত হবে মুসলিমদের দ্বিতীয় বৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল আজহা। সামনে কোনো সিরিজ না থাকায় আপাতত ব্যস্ততা নেই ক্রিকেটারদেরও। টাইগারদের পরবর্তী সিরিজ আফগানিস্তান ও জিম্বাবুয়ের বিপক্ষে। তাও শুরু হবে আগামী মাসে।

অধিকাংশ ক্রিকেটার তাই এই লম্বা ছুটিতে পরিবার পরিজনের সাথে গ্রামের বাড়িতে ঈদ উদযাপন করার সিদ্ধান্ত নিয়েছেন।

সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম গ্রামের বাড়ি বগুড়ায় ঈদুল ফিতর উদযাপন করবেন। তার ভাইরা মাহমুদউল্লাহ রিয়াদ যাবেন তার গ্রামের বাড়ি ময়মনসিংহে।

তরুণ অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ গ্রামের বাড়ি খুলনায় এবং কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান সাতক্ষীরায় নিজের বাড়িতে ঈদ উদযাপন করবেন।

পেসার রুবেল হোসেন বাগেরহাট এবং আবু জায়েদ রাহি সিলেটে নিজের গ্রামের বাড়িতে পরিবারের সাথে ঈদ উদযাপন করবেন।

এদিকে টাইগারদের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা এবং ওপেনার তামিম ইকবাল ঢাকাতেই ঈদুল ফিতর উদযাপন করবেন বলে জানা গেছে। আর বাংলাদেশের টেস্ট ও টি২০ অধিনায়ক অলরাউন্ডার সাকিব আল হাসান হজ পালন করতে সৌদি আরব গেছেন।

উল্লেখ্য, ছুটি শেষে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের জন্য দল ঘোষণা করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আগামী ৩১ আগস্ট বাংলাদেশে আসবে আফগানরা। টেস্ট শেষে জিম্বাবুয়ে ক্রিকেট দল ত্রিদেশীয় সিরিজ খেলতে ঢাকায় আসবে।

খেলাধূলা