ক্ষেপণাস্ত্র পরীক্ষা চলছেই উত্তর কোরিয়ার

ক্ষেপণাস্ত্র পরীক্ষা চলছেই উত্তর কোরিয়ার

দুটি স্বল্প-পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। আজ শনিবার এ ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে দেশটি। সাম্প্রতিক সপ্তাহগুলোর মধ্যে এ নিয়ে পঞ্চমবারের মতো ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো পিয়ং ইয়ং। দক্ষিণ কোরিয়ার সামরিক সূত্র থেকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করা হয়েছে।

এ খবর যদি সত্যি হয় তবে তা হবে ১১ সদস্য বিশিষ্ট জাতিসংঘের নিরাপত্তা পরিষদের রেস্যুলেশনের সুস্পষ্ট বরখেলাপ।

দক্ষিণ কোরিয়ার সামরিক সূত্র জানিয়েছে, শনিবার উত্তর কোরিয়ার দক্ষিণ হ্যামগিয়ং প্রদেশের হামহুং শহর থেকে দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয় এবং এগুলো জাপান সাগর বা পূর্ব সাগরে পতিত হয়। ক্ষেপণাস্ত্র দুটি শনিবার স্থানীয় সময় ভোর ৫টা ৩৪ ও ৫টা ৫০ মিনিটে নিক্ষেপ করা হয়। ক্ষেপণাস্ত্রগুলো প্রায় ৪৮ কিলোমিটার উচ্চতায় উঠে পূর্ব সাগরে পতিত হওয়ার আগে ৪০০ কিলোমিটার পথ পাড়ি দেয়।

এদিকে, আজ শনিবার এ ক্ষেপণাস্ত্র নিক্ষেপের কয়েক ঘণ্টা আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, তিনি কিম জং-উনের পক্ষ থেকে একটি চিঠি পেয়েছেন। এই চিঠিকে তিনি ‘অত্যন্ত ইতিবাচক চিঠি’ হিসেবে আখ্যায়িত করে বলেন, তিন পৃষ্ঠার চিঠিটি শুরু থেকে শেষ পর্যন্ত অত্যন্ত সুন্দর।

খুব শিগগিরই কিমের সঙ্গে আবার আলোচনায় বসারও আগ্রহ প্রকাশ করেন ট্রাম্প।

সূত্র : বিবিসি

আন্তর্জাতিক