বলিউড নয়, লন্ডনের চলচ্চিত্রে শাহরুখের মেয়ে

বলিউড নয়, লন্ডনের চলচ্চিত্রে শাহরুখের মেয়ে

শাহরুখ খানের একমাত্র মেয়ে সুহানা খান লন্ডনের আর্ডিংলি কলেজ থেকে স্নাতক করেছেন। ড্রামায় অনন্য অবদানের জন্য সুহানাকে ‘রাসেল কাপ পুরস্কার’ দেওয়া হয়। তখন এক সাক্ষাৎকারে মেয়ের অভিনয় নিয়ে শাহরুখ খান বলেন, ‘সুহানা অভিনয় করতে চায়। আর সে আমার কাছ থেকে অভিনয়ের কোনো পাঠ নিতে চায় না। আমার মনে হয়, এই ভাবনাটা খুব ভালো। কারণ, সে আমার মতো একই কাজ করতে চায়, কিন্তু নিজের মতো করে, একেবারেই স্বতন্ত্র।’

এবার জানা গেছে, সুহানা খান অভিনয় করেছেন। তবে বলিউডে নয়, তিনি অভিনয় করেছেন আর্ডিংলি কলেজের এক সহপাঠীর ছবিতে। সেই বন্ধুর নাম থিওডোর গিমেনো। তিনিই ছবিটি পরিচালনা করেছেন। এই স্বল্পদৈর্ঘ্য ছবির নাম ‘দ্য গ্রে পার্ট অব ব্লু’। ছবিতে সুহানার বিপরীতে অভিনয় করেছেন রবিন গোনেলা।

‘দ্য গ্রে পার্ট অব ব্লু’ ছবিতে সুহানা খানের অভিনয়ের খবরটি থিওডোর গিমেনো নিজেই জানিয়েছেন। সম্প্রতি তিনি ইনস্টাগ্রামে ছবিটির পোস্টার প্রকাশ করেছেন। আর তা ট্যাগ করেছেন সুহানা খানকে। তারপর সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছার বন্যায় ভাসছেন সুহানা খান। অনেকেই আশা প্রকাশ করেছেন, বলিউড সুহানা খানের অভিষেক ঘটতে আর বেশি দেরি নেই।

এরই মধ্যে নেট দুনিয়ায় পোস্টারটি ভাইরাল হয়েছে। তবে ‘দ্য গ্রে পার্ট অব ব্লু’ ছবিটি কীভাবে দেখা যাবে কিংবা আদৌ দেখা যাবে কি না, তা জানা যায়নি।‘দ্য গ্রে পার্ট অব ব্লু’ ছবির পোস্টারটি ইনস্টাগ্রামে পোস্ট করেন পরিচালক
‘দ্য গ্রে পার্ট অব ব্লু’ ছবির পোস্টারটি ইনস্টাগ্রামে পোস্ট করেন পরিচালক
বলিউডের সঙ্গে সংশ্লিষ্টদের মতে, বলিউডে এখনই দেখা যাবে না সুহানা খানকে। বলিউডে যুক্ত হওয়ার আগে নিজেকে তৈরি করছেন। বাবা শাহরুখ খান যেমন বলিউডে যুক্ত হওয়ার আগে ছিলেন থিয়েটারের সঙ্গে, মেয়েও ঠিক তেমনই। আর্ডিংলি কলেজের মঞ্চনাটকে তিনি অভিনয় করেছেন। উইলিয়াম শেক্‌সপিয়ারের ‘রোমিও-জুলিয়েট’ নাটকের জুলিয়েট চরিত্রে তাঁর অভিনয় দারুণ প্রশংসিত হয়।

এর আগে ‘ভোগ ইন্ডিয়া’ ম্যাগাজিনের প্রচ্ছদে মডেল হন সুহানা খান। এর মধ্য দিয়ে গ্ল্যামার ওয়ার্ল্ডে প্রবেশ করেন তিনি। গত বছর ১ আগস্ট ‘ভোগ’ ম্যাগাজিনের আগস্ট সংখ্যা হাতে ধরা একটি ছবি মাইক্রোব্লগ টুইটারে পোস্ট করেন শাহরুখ খান। সঙ্গে লিখেছেন, ‘ওকে আবারও দুই হাতে তুলে ধরলাম, ধন্যবাদ ভোগ। সবটুকু ভালোবাসা তোমার জন্য, আর একটি দীর্ঘ আলিঙ্গন। হ্যালো সুহানা খান!’ এরপর তুমুল সমালোচনার মুখে পড়তে হয় সুহানা খানকে। নিন্দুকেরা তখন ‘নেপোটিজম’ প্রসঙ্গে নিয়ে সরব হন।

এদিকে সুহানা খান উচ্চতর পড়াশোনার জন্য পা বাড়াবেন, নাকি বই-খাতা সব তুলে বলিউডে অভিনয়ে যোগ দেবেন, তা সময়ই বলে দেবে।

বিনোদন