‘অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ বিভিন্ন সংস্থা বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে যে প্রতিবেদন দেয়, তা সরকার গুরুত্বের সঙ্গে নেয়। তবে গুম-হত্যা নিয়ে অ্যামনেস্টি যে ঢালাওভাবে প্রতিবেদন প্রকাশ করেছে, তা সত্য নয়।’
বৃহস্পতিবার সচিবালয়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু সাংবাদিকদের এ কথা বলেন। এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ সংক্রান্ত এক সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনী নিয়ে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল একটি প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনে এলিট ফোর্স ৠাবের বিরুদ্ধে বিচারবহির্ভুত হত্যাকাণ্ড বন্ধ না হওয়ায় উদ্বেগ প্রকাশ করা হয়।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনীর অনেক কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। এর পরেও তাদের ঢালাও অভিযোগ সত্য নয়। আইনশৃঙ্খলা বাহিনীকে নারী ও শিশু নির্যাতন বন্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া আছে।’
নারী ও শিশু নির্যাতন বন্ধে সরকার সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে দায়িত্ব নিয়ে কাজ করছে বলেও প্রতিমন্ত্রী উল্লেখ করেন।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের প্রতিবেদনে সরকার উদ্বিগ্ন কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে শামসুল হক টুকু বলেন, ‘এটি নিয়ে আমরা উদ্বিগ্ন নই। তারা তাদের নিজস্ব মতামত দিয়েছে। আমরা তা মেনে নেইনি, উদ্বিগ্নও নই।’