আবারও দেশের বাজারে বাড়ল সোনার দাম

আবারও দেশের বাজারে বাড়ল সোনার দাম

স্বর্ণ ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলারি সমিতি (বাজুস) আবারো ঘোষণা দিয়েছে স্বর্ণের দাম বাড়ানোর। প্রতি ভরি স্বর্ণে এক হাজার একশ ৬৬ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করেছে সংগঠনটি। আজ মঙ্গলবার (০৬ আগস্ট) থেকে নতুন দামে বিক্রি হবে অলংকার তৈরির এই উপাদান। গত কাল সোমবার বাজুস এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বর্ণের দাম বাড়ানোর খবরটি নিশ্চিত করেছে।

আন্তর্জাতিক বাজারে সোনার দাম গত এক দশকের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে আছে। দেশীয় বুলিয়ন মার্কেটে সোনার দাম বেড়েছে। তাই সোনার দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন দাম অনুযায়ী, কাল মঙ্গলবার থেকে প্রতি ভরি ২২ ক্যারেট সোনা ৫৪ হাজার ৫২৯ টাকা, ২১ ক্যারেট ৫২ হাজার ১৯৬ টাকা এবং ১৮ ক্যারেট সোনা বিক্রি হবে ৪৭ হাজার ১৮১ টাকায়। সনাতন পদ্ধতির সোনার ভরি বেড়ে হবে ২৭ হাজার ৯৯৩ টাকা।

বিশ্ব বাজারের সঙ্গে সঙ্গতি রেখেই দেশীয় বাজারে সোনার দাম নির্ধারণ করে বাজুস। সর্বশেষ গত ২৪ জুলাইও ভরিপ্রতি সোনার দাম বাড়িয়েছিল বাজুস।

বাংলাদেশ