যুক্তরাষ্ট্রের টেক্সাসের এল পাসোর ওয়ালমার্ট শপিং মলে বন্দুকধারীদের গুলিতে বহু লোক হতাহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার এ ঘটনা ঘটে। এই ঘটনায় স্পেশাল উইপনস অ্যান্ড ট্যাকটিক্স টিম সন্দেহভাজন হিসেবে ২১ বছরের এক যুবককে তাদের হেফাজতে নিয়েছে।
এল পাসোর মেয়র ডি মারগো নিশ্চিত করেছেন, এ ঘটনায় বেশ কয়েকজনের মানুষ হতাহত হয়েছেন। তিনি বলেন, ঘটনাস্থলে সেনা, বিশেষ এজেন্ট, টেক্সাস রেঞ্জার, কৌশলগত দল এবং বিমান বাহিনী নিযুক্ত করেছি। অপরাধীদের বিচার নিশ্চিতকরণে যথাসাধ্য চেষ্টা করা হবে।
স্থানীয় এক সংবাদমাধ্যম খবর অনুযায়ী, অন্তত আঠারো জনকে গুলি করা হয়েছে। কিন্তু তাদের আঘাত কতটা গুরুতর তা এখনও জানা যায়নি।
এল প্যাসোর ইউনিভার্সিটি মেডিক্যাল সেন্টার জানিয়েছে, তারা অন্ততপক্ষে দশজনকে এখন পর্যন্ত হাসপাতালে নিয়েছেন। তাদের আঘাত ‘লেভেল ১’ অর্থাৎ সবচেয়ে গুরুতর পর্যায়ের আঘাত নিয়ে তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।