শ্রীলঙ্কার মাটিতে ৩ ম্যাচ ওয়ানডে সিরিজে শোচনীয়ভাবে হোয়াইটওয়াশ হয়ে দেশে ফিরেছে তামিম ইকবালের নেতৃত্বাধীন বাংলাদেশ দল। এই আনন্দের আতিশয্যে সেলিব্রেশনে মাততে গিয়েই বিপত্তি। বাইক নিয়ে সিরিজ জয় উদযাপন করতে গিয়ে মাঠের মধ্যেই পড়ে গিয়ে আহত হলেন শ্রীলঙ্কার তারকা ক্রিকেটার কুশল মেন্ডিস।
পুরো টুর্নামেন্টেই অনবদ্য পারফরম্যান্সের সুবাদে সিরিজের সেরা হয়েছিলেন অ্যাঞ্জেলো ম্যাথিউজ। সিরিজ সেরার পুরস্কার হিসেবে দেওয়া হয়েছিল বাইক। সেই বাইকে চেপেই উদযাপনে মেতে উঠেছিলেন লঙ্কান ক্রিকেটাররা। কখনও থিসারা পেরেরা, কখনও দিমুথ করুনারত্নেকে দেখা গেছে বাইকে চেপে মজা করতে। তবে এমন সেলিব্রেশনই কাল হয়ে দাঁড়ায় মেন্ডিসের জন্য। তিনি বাইকে চড়ার সময়ে নিয়ন্ত্রণ হারিয়ে টার্ন নেওয়ার সময়ে মাঠেই পড়ে যান।
পরে মাঠের কর্মীদের দেখা যায় কুশল মেন্ডিসকে সাহায্য করছেন উঠে দাঁড়ানোর জন্য। জানা গিয়েছে, হালকা চোটও পেয়েছেন তারকা ক্রিকেটার। গত মাসেই শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড থেকে জানানো হয়েছিল, পেস বোলার নুয়ান কুলশেখারার জন্য সিরিজের শেষ ম্যাচ খেলা হবে। গত মাসেই অবসর নিয়েছিলেন তিনি। কুলশেখারাকে বিরল সম্মান জানাতে গিয়েই অন্য কারণে শিরোনামে কুশল মেন্ডিস। তার চোট পরীক্ষা করে দেখা হচ্ছে। আসন্ন নিউজিল্যান্ড সিরিজেও তাকে নিয়ে শংকা রয়েছে।