আসন্ন লন্ডন অলিম্পিকের টিকেট কালোবাজারে বেচার পরিকল্পনা করার অভিযোগে ইউক্রেনের অলিম্পিক কমিটির এক কর্মকর্তাকে সাময়িত বরখাস্তে করেছে কর্তৃপক্ষ।
ইউক্রেনের ন্যাশনাল অলিম্পিক কমিটির কর্মকর্তা ভলোদিমির গেরাশচেঙ্কো ব্রিটেনের বিক্রয় প্রতিনিধির ছদ্মবেশে এক সাংবাদিকের কাছে একশ’র বেশি টিকেট বেচে দেওয়ার পরিকল্পনা করেছিলেন।
এভাবে কালোবাজারে লন্ডন অলিম্পিকের টিকেট বিক্রি করার পরিকল্পনাকে বড় অপরাধ বলে বিবেচনা করছে কর্তৃপক্ষ। এ অপরাধে গেরাশচেঙ্কোর ২০ হাজার পাউন্ড জরিমানা হতে পারে। অবশ্য তিনি এ অভিযোগ অস্বীকার করেছেন।
বিবিসির অনুসন্ধানের ভিত্তিতে এ প্রতারণার প্রমাণ পাওয়ার পর ইউক্রেনের অলিম্পিক কমিটির প্রধান সেরগেই বুবকা গেরাশচেঙ্কোকে গত মঙ্গলবার রোজধানী কিয়েভে ডেকে পাঠান এবং তাকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্তের কথা জানিয়ে দেন। এ ব্যাপারে অধিকতর তদন্ত চলছে বলে জানা গেছে।
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাইরে লন্ডন অলিম্পিক টিকেট বিক্রির ব্যাপারে নিয়ম অনেক কঠোর করেছে অলিম্পিক কর্তৃপক্ষ। টিকেট যাতে কালোবাজারে না যায় সে জন্য ইইউভুক্ত নির্দিষ্ট দেশের স্থায়ী বাসিন্দা ছাড়া অন্য কারো কাছে টিকেট বিক্রি নিষেধ করা হয়েছে।
বিবিসি জানিয়েছে, ইউক্রেন ন্যাশনাল অলিম্পিক কমিটির একজন লন্ডন অলিম্পিক টিকেট গোপনে বিক্রি করতে চাচ্ছেন এমন খবর পেয়ে বিবিসির এক সাংবাদিক ব্রিটেনের বিক্রয় প্রতিনিধি সেজে গেলে গেরাশচেঙ্কো তার কাছে কয়েক হাজার পাউন্ডের টিকেট বিক্রির চুক্তি নিশ্চিত করেন।
এ ব্যাপারে পূর্ব লন্ডনের অলিম্পিক পার্কে একটি হোটেলে কয়েকবার তাদের বৈঠক হয়। এ সময় গেরাশচেঙ্কো জানান, ইউক্রেনের দর্শক, কোচ এবং কর্মকর্তাদের মধ্যে টিকেট বিতেরণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। এ প্রক্রিয়া শেষে হলেই তিনি একশ’র মতো অতিরিক্ত টিকেট ওই ছদ্মবেশী সাংবাদিকের কাছে বিক্রি করে দেবেন।