মতা বন্দ্যোপাধ্যায়ের চালু করা নতুন মোড়কের রাজনৈতিক ক্যাম্পেইন ‘দিদি কে বলো’ ২৪ ঘণ্টার মধ্যেই সুপারহিট।
৯১৩৭০৯১৩৭০ নম্বরে ফোন করে অভিযোগ এবং সমস্যার কথা জানালেন ১ লাখেরও বেশি মানুষ। শুধু তাই নয় www.didikebolo.com ওয়েবসাইটে নিজের বক্তব্য নথিবদ্ধ করলেন ৫০ হাজারেরও বেশি মানুষ।
একদিনের মধ্যে এই ক্যাম্পেইন নিয়ে সাধারণ মানুষের ব্যাপক উৎসাহ, উদ্দীপনা দেখে রীতিমতো খুশি তৃণমূল নেতৃত্ব।
সোমবারই ‘দিদি কে বলো’ ক্যাম্পেইন শুরু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। জানিয়েছেন, যে কোনও সাধারণ মানুষ ফোন করে বা ওয়েবসাইটে সরাসরি তাঁকে জানাতে পারবেন অভিযোগ, সমস্যার কথা।
লোকসভা ভোটে ধাক্কার পর কেটেছে মাত্র দু’মাস। ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে রাজ্যজুড়ে নিবিড় জনসংযোগের জন্য ‘দিদি কে বলো’ কার্যক্রমের সূচনা করেছেন তৃণমূল নেত্রী।
সোমবার দুপুর থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ‘দিদি কে বলো’ ক্যাম্পেইন। আর তার একদিন পেরোতে না পেরোতেই এই ফেসবুক পেজে ৩৮ হাজারেরও বেশি লাইক। ফলো করছেন প্রায় ৩৯ হাজার মানুষ।
প্রতিটি বক্তব্য নিয়ে কাজ করছেন মমতার টিমের সদস্যরা।