ক্রিকেটে জুয়াড়িদের দৌরাত্ম এত বেশি বেড়ে গেছে কোন ভাবে এ থেকে পরিত্রান মিলছে না। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএলে) সম্প্রতি স্পট ফিক্সিংয়ের অভিযোগে নিষিদ্ধ হয়েছেন বেশ কজন ক্রিকেটার। আন্তর্জাতিক ক্রিকেট থেকে পাকিস্তানের সালমান বাট, মোহাম্মদ আসিফ ও মোহাম্মদ আমেরের নিষিদ্ধ হওয়ার ঘটনার রেশ এখনও কাটেনি। আগেও ম্যাচ গড়াপেটার সঙ্গে জড়িত থাকায় সাবেক অনেক ক্রিকেটারকে আজীবন নিষিদ্ধ করেছে আইসিসি।
অনেক চেষ্টা করেও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) অশুভ চক্রের হাত থেকে খেলাটিকে মুক্ত করতে পারছে না। ফিক্সিংয়ের সঙ্গে ক্রিকেটারদের মাদক গ্রহণের বিষয়টিও দিন দিন বাড়ছে। অনেক নিয়ম করেও সুফল পাচ্ছে না আইসিসি। উপায়ান্তর না দেখে ক্রিকেট সংশ্লিষ্ট দেশগুলোকেই ক্রিকেটারদের সচেতন করে তুলতে দায়িত্ব দিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি আ হ ম মোস্তফা কামাল এবিষয়ে বৃহস্পতিবার কথা বলেছেন জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে।
বিসিবি একাডেমি ভবনের মিলনায়তনে এন্টিডোপিং, স্পট ফিক্সিং এবং শৃঙ্খলার বিষয়ে সচেতন থাকার জন্য বলেছেন সভাপতি। বিশেষ করে ঔষধ গ্রহণের পূর্বে চিকিৎসকের পরামর্শ নেওয়া। অপরিচিত কোন ব্যক্তি বা চক্র স্পট ফিক্সিংয়ের বিষয়ে প্রস্তাব করলে তা বোর্ডের সংশ্লিষ্ট বিভাগকে অবহিত করার পরামর্শ দিয়েছেন মোস্তফা কামাল। এছাড়াও ক্রিকেটারদের সঙ্গে অনেক বিষয়ে কথা বলেন তিনি।
ক্রিকেটাররা যে বিষয়টি জানেন না তা নয়। বিসিবি সভাপতি যখন পরিচালকদের উপস্থিতিতে এনিয়ে আলোচনা করেন তখন খেলোয়াড়দের কাছে বিষয়টি বেশি গুরুত্ব পায়। সেজন্যই সভাপতি ক্রিকেটারদের সঙ্গে বসেছিলেন।