ভারতের কোনো প্রান্তেই নারীরা নিরাপদ নন। আর ভোপালে দিনের পর দিন বেড়ে চলেছে ধর্ষণ, যৌন হয়রানির মতো ঘটনা। সংবাদমাধ্যমের কাছে এমন ভয়ঙ্কর তথ্য তুলে ধরেছে শহরের পুলিশ বিভাগ।
পুলিশ জানিয়েছে, ভোপাল শহরে প্রতিদিন গড়ে একটি ধর্ষণ ও দু’টি যৌন হয়রানির অভিযোগ করা হয়। চলতি বছরের শেষ ছয় মাসের রিপোর্ট অন্ত সেই তথ্য দিচ্ছে।
গত বছরের চেয়ে চলতি বছর প্রায় ৩২ শতাংশ যৌন হয়রানির মামলা বেশি জমা পড়েছে। তার মানে, ৩০ জুন পর্যন্ত রিপোর্ট দেখলে বোঝা যায়, চলতি বছরের প্রথম ছয় মাসে তিনশ ৮৪ যৌন হয়রানির অভিযোগ করা হয়েছে।
তবে পুলিশ বলছে, ধর্ষণের অভিযোগ হলেও তা অনেক ক্ষেত্রে নিজেরাই মিটিয়ে নিচ্ছে। কারণ, বেশিরভাগ মামলা লিভ ইনে থাকাকালীন ধর্ষণের অভিযোগ। বিয়ের প্রলোভন দিয়ে ধর্ষণের অভিযোগ করছেন অনেকেই।
তবে শিশুর ওপর অপরাধমূলক কাজকর্ম বেড়েই চলেছে। এখন পর্যন্ত ১৬৯টি ধর্ষণের মামলা দায়ের হয়েছে