অনির্বাচিত সরকারের হাতে যাতে আর ক্ষমতা যেতে না পারে সে ব্যাপারে আপোষহীন রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তত্ত্বাবধায়ক সরকার নিয়ে কোনো আলোচনায় অংশ নিতেই নারাজ তিনি।
তত্ত্বাবধায়ক সরকার ইস্যু ছাড়া যে কোনো বিষয়ে বিরোধী দল বিএনপিসহ রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার ব্যাপারে নমনীয় অবস্থানে রয়েছেন প্রধানমন্ত্রী।
বুধবার জাতীয় পাট্টি (মঞ্জু)র নেতৃবৃন্দ প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গেলে তাদের সঙ্গে আলাপকালে প্রধানমন্ত্রী এ মনোভাব ব্যক্ত করেন। জাতীয় পার্টির একাধিক নেতা এ কথা জানান।
প্রধানমন্ত্রীর কার্যালয়ে বুধবার দুপুরে জাতীয় পার্টির সভাপতি সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বে দলের মহাসচিব শেখ শহীদুল ইসলামসহ ৯ সদস্যের প্রতিনিধি দল শেখ হাসিনার সঙ্গে দেখা করেন।
এ সময় দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, আগামী নির্বাচন, রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপসহ চলমান বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
নেতারা জানান, আলোচনায় বাতিল হওয়া তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারে প্রধানমন্ত্রী তার অনড় অবস্থানই প্রকাশ করেছেন। তবে সব দলের অংশগ্রহণে যাতে আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয় সে ব্যাপারে প্রয়োজনে সংলাপে বসতে প্রধানমন্ত্রী নমনীয় অবস্থানে রয়েছেন।
তত্ত্বাবধায়ক সরকারে না ফেরার ব্যাপারে কঠোর অবস্থান নিয়ে প্রধানমন্ত্রী বৈঠকে বলেন, ‘ক্ষমতা যার হাতেই যাক তাকে অবশ্যই নির্বাচিত হতে হবে। কোনো অবস্থাতেই অনির্বাচিত লোকের হাতে ক্ষমতা দেওয়া যাবে না।’
বৈঠকের বিষয়ে জানতে চাওয়া হলে আনোয়ার হোসেন মঞ্জু বলেন, রাজনীতি আগামী নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে।
তিনি বলেন, তবে কোনো দল নির্বাচন থেকে দুরে সরে যেতে পারে প্রধানমন্ত্রী এমন কোনো অযৌক্তিক প্রস্তাব দেবেন না বলে মনে হয়েছে।
প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনায় রাজনীতি ছাড়াও ক্ষুদ্র ঋণ, শহরের ও গ্রামের মানুষের অর্থনৈতিক বৈষম্যসহ বিভিন্ন বিষয় উঠে আসে বলে জানান আনোয়ার হোসেন মঞ্জু।