সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাস খাদে পড়ে ১০ জনসহ পৃথক সড়ক দুর্ঘটনায় ২০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২৫ ব্যক্তি।
বুধবার উল্লাপাড়ার রাণীনগরে বাস খাদে পড়ে, পুঠিয়ার শিবপুরহাট এলাকায় বালুবাহী ট্র্রাক ও সংবাদপত্রবাহী পিকআপ, কালিহাতী উপজেলায় ট্রাক ও টেম্পু সংঘর্ষ এবং বাহুবল উপজেলার মিরপুর এলাকায় ট্রাকের চাপায় এ ঘটনাগুলো ঘটে।
আমাদের সিরাজগঞ্জ প্রতিনিধি সুলতানা ইয়াসমিন মিলি জানান, সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বয়ালীয়ার কাছে রাণীনগর নামকস্থানে যাত্রীবাহী বাস খাদে পড়ে ১০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৫ জন।
বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে ৮ জনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন- সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধানগড়া গ্রামের নুর হোসেন (২৫), ঝাপড়া গ্রামের গোলাম হোসেন (২৫), কুড়িগাতী গ্রামের মো. আলম হোসেন (৩০), চাঁন মোহাম্মদ (৩৬), বগুড়া জেলার ধুনট উপজেলার কুড়ি গ্রামের আব্দুর রাজ্জাক (৩০), শাহ আলম (৩৫), আইয়ুব আলী (৪০) ও কাশেম (৩২)।
আহত ও নিহতরা প্রায় সবাই দিন মজুর বলে জানিয়ে ছেন সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুল হক।
স্টাফ করেসপন্ডেন্ট শরীফ সুমন জানান, রাজশাহীর পুঠিয়া উপজেলার শিবপুরহাট এলাকায় বালুবাহী ট্র্রাক ও সংবাদপত্রবাহী পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। নিহতদের সবাই পিকআপের সংবাদপত্র শ্রমিক।
ঢাকা-রাজশাহী মহাসড়কে বুধবার সকাল সাড়ে আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সংবাদপত্রবাহী পিকআপের চালক জহুরুল (৩০), বগুড়ার কাজিপাড়া এলাকার শুকুর মোল্লার ছেলে তৌহিদুল ইসলাম (৩৫) ও নাটোরের বড়াইগ্রাম উপজেলার আবু বকর (৬৫) ও কাজীপাড়া এলাকার বিলাল শেখের ছেলে রিপন (৩০)।
বানেশ্বর ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) আমানুল্লাহ জানান, একটি ট্রাক বাঘা থেকে বালু নিয়ে চারঘাটে যাচ্ছিল এবং পিকআপ ভ্যানটি সংবাদপত্র নিয়ে রাজশাহী শহরে আসছিল। পথে শিবপুর এলাকায় গাড়ি দু`টির মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই জহুরুল নিহত ও তিনজন আহত হন। পরে রামেক হাসপাতালে নেওয়ার পর তিনজনই মারা যায়।
এদিকে, রাজশাহীর সংবাদপত্র এজেন্ট হেকমতউল্লাহ জানান, এ দুর্ঘটনার পর রাজশাহীতে বুধবার আর কোনো সংবাদপত্র আসতে পারেনি।
টাঙ্গাইল প্রতিনিধি আহামেদ রাসেল জানান, জেলার কালিহাতী উপজেলায় ট্রাক ও টেম্পুর মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও পাঁচজন।
বুধবার ভোরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সল্লা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- লিয়াকত হোসেন (৫০), রাজ্জাক (২৫) ও মানিক মিয়া (২২)। তাদের বাড়ি উপজেলার জোগারচর ইউনিয়নের গোহালীয়াবাড়ী এলাকায়।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউনুস আলী মিয়া জানান, ভোর সাড়ে ছয়টার দিকে কয়েকজন শ্রমিক গোহালীয়াবাড়ী থেকে টেম্পুযোগে এলেঙ্গা যাচ্ছিলেন।
সল্লা এলাকায় টাঙ্গাইল থেকে ছেড়ে আসা সিরাজগঞ্জগামী একটি ট্রাকের সঙ্গে টেম্পুর মুখোমুখি সংর্ঘষ হয়। এতে ঘটনাস্থলেই দু`জন নিহত হন। হাসপাতালে নেওয়ার পর আরেকজন মারা যান।
হবিগঞ্জ প্রতিনিধি জিয়াউদ্দিন দুলাল জানান, হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুর এলাকায় ট্রাকের চাপায় ইটভাটার তিন শ্রমিক নিহত হয়েছেন। বুধবার সকাল ছয়টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বাহুবল উপজেলার চারিগাঁও হাফিজপুর গ্রামের আব্দাল মিয়ার ছেলে সামসু মিয়া (২৭), দুদু মিয়ার ছেলে লাল মিয়া (২৫) ও রফিক মিয়ার ছেলে সফর আলী (২৭)। এরা সবাই স্থানীয় নিউ সাগর ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করতেন।
স্থানীয় সূত্র জানায়, সকাল ছয়টার দিকে সিলেটগামী পাথরবোঝাই একটি ট্রাক মিরপুর সিনকো ফিলিং স্টেশনের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা তিন শ্রমিককে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।