মেসিকে ক্ষমা চাওয়ার পরামর্শ

মেসিকে ক্ষমা চাওয়ার পরামর্শ

দক্ষিণ আমেরিকা ফুটবল কনফেডারেশনকে দুর্নীতিগ্রস্ত বলে ধুয়ে দিয়েছেন লিওনেল মেসি। ব্রাজিলকে কোপা জেতানোর জন্যই তারা সব রকম অসদুপায় অবলম্বন করেছে বলেও দাবি মেসির। কনমেবল যে বিষয়টি হজম করবে না, তা অনুমেয়। অনেকেই মনে করছে, কঠিন শাস্তি ধেয়ে আসছে মেসির দিকে। সেটা আঁচ করতে পেরেই কি না আগেভাগে মেসিকে ক্ষমা প্রার্থনা করতে পরামর্শ দিয়েছেন আন্তর্জাতিক ক্রীড়া আদালতের এক আর্জেন্টাইন সদস্য।

তার পরামর্শ, ‘আমার উপদেশ থাকবে মেসি যেন তাঁর বক্তব্যের জন্য ক্ষমা চান। কারণ ওরা বড় ধরনের নিষেধাজ্ঞার দিকেই যাচ্ছে।’

কোপায় ব্রাজিলের কাছে সেমিফাইনালে হারের পরই মেসি মুখ খোলেন তাঁদের অন্যায়ভাবে ফাইনালে যেতে দেওয়া হয়নি বলে। তৃতীয় স্থাননির্ধারণী ম্যাচে জয়ের আর্জেন্টাইন তারকা পুরস্কার বিতরণীতেও যাননি। সূত্র : এপি

খেলাধূলা শীর্ষ খবর