ভারতের আসামে মোট এক লাখ ১৭ হাজার একশ ৬৪ জনকে বিদেশি হিসেবে ঘোষণা করল ফরেনার্স ট্রাইব্যুনাল বা বিদেশি ন্যায়াধিকরণ আদালত। এই হিসেবে গত মার্চ মাস পর্যন্ত তথ্য পাওয়া গেছে।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের রাষ্ট্রমন্ত্রী জি কিষাণ রেড্ডি জানান, ২০১৯ সালের ৩১ মার্চ পর্যন্ত প্রাপ্ত হিসেব অনুযায়ী, আসমে মোট এক লাখ ১৭ হাজার একশ ৬৪ জনকে বিদেশি হিসেবে ঘোষণা করেছে ট্রাইব্যুনাল।
মন্ত্রীর দাবি, ১৯৬৪ সালের ফরেনার্স ট্রাইব্যুনালস (নির্দেশিকা) অনুযায়ী চিহ্নিতকরণ প্রক্রিয়ার কাজ হচ্ছে। ২০১৪ সালের ১৭ ডিসেম্বরে দেওয়া সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে প্রক্রিয়ার উপর নিয়মিত নজর রাখছে গৌহাটি হাইকোর্টের বিশেষ বেঞ্চ।
রেড্ডি আরো জানান, যদি কারো ট্রাইব্যুনালের সিদ্ধান্ত নিয়ে আপত্তি থাকে, সেক্ষেত্রে তিনি উচ্চতর আদালতে যেতে পারেন। নাগরিকত্ব প্রমাণ করা একটি আইনি বিষয় এবং প্রত্যেক ব্যক্তিকে তার দাবি প্রমাণ করার পূর্ণ সুযোগ দেওয়া হয়।
সূত্র: এই সময়।