নতুন ঢাকা নামের একটি আবাসিক প্রকল্প গড়ে তুলতে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ও ভারতীয় সাহারা গ্রুপের মধ্যে একটি সমঝোতা-স্মারক সই হয়েছে।
বুধবার দুপুরে সচিবালয়ে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রণালয়ে এই সমঝোতা স্মারক সই হয়। এ সময় গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী আব্দুল মান্নান খান উপস্থিত ছিলেন।
ভারতের পক্ষে স্মারকে সই করেন সাহারা গ্রুপের চেয়ারম্যান সুব্রত রায় সাহারা। আর বাংলাদেশের পক্ষে এতে সই করেন যুগ্ম সচিব (উন্নয়ন) সৈয়দ মাতলুবুর রহমান ও রাজউক চেয়ারম্যান প্রকৌশলী নুরুল হুদা।
এই স্মারকে বলা হয়, ঢাকার আশেপাশে কয়েকটি শহর গড়ে তুলতে সরকার উপযুক্ত নির্মাতা প্রতিষ্ঠান খুঁজছে। সাহারা গ্রুপ এ কাজ করার জন্য যোগ্য প্রতিষ্ঠান।
এই স্মারক অনুযায়ী, কম আয়ের মানুষদের জন্য বাসস্থান নির্মাণে দুই পক্ষ একে অপরকে সহযোগিতা করবে।
সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে গণপূর্তমন্ত্রী আব্দুল মান্নান খান বলেন, দুই পক্ষই একে অপরের প্রতি সম্মান দেখিয়ে এক সঙ্গে কাজ করে লাভজনক অবস্থানে থাকতে পারবে।
তিনি বলেন, ঢাকার আশেপাশে কয়েকটি উপশহর গড়ে তোলার জন্য সরকার উপযুক্ত নির্মাতা প্রতিষ্ঠান খুঁজছে এবং সাহারা পরিবার এ কাজ করার জন্য যোগ্য প্রতিষ্ঠান।
সমঝোতা অনুযায়ী ঢাকায় একটি কার্যালয় খোলার মাধ্যমে প্রস্তাবনা তৈরি করে তা চূড়ান্ত করার জন্য সরকারের কাছে জমা দেবে সাহারা।
ঢাকার কাছে পাঁচটি উপশহর গড়ে তুলতে ৮০ হাজার কোটি রুপি বিনিয়োগের প্রাথমিক পরিকল্পনা চূড়ান্ত করেছে সাহারা গ্রুপ। বাংলাদেশে বিনিয়োগ করতে বিনিয়োগ বোর্ডের সঙ্গে কয়েক দফা বৈঠক করেছে প্রতিষ্ঠানটি।
সুব্রত রায় অনেক আগে থেকেই বাংলাদেশের আবাসন প্রকল্পে বিনিয়োগ করতে আগ্রহী। তার আদি বাড়ি ঢাকার বিক্রমপুরে।
বাংলাদেশের প্রতি টানের কথা উল্লেখ করে সাহারা চেয়ারম্যান সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে বলেন , “ছেলেবেলায় আমি আমার মায়ের কাছ থেকে বিক্রমপুরের কথা এত শুনেছি যে, মনে হচ্ছে, আমি আমার নিজের দেশে এসেছি, আমার নিজের মাটিতে পা রেখেছি।”
বাংলাদেশে কি পরিমাণ বিনিয়োগ করবে সাহারা তা জানাননি সুব্রত।
তিনি বলেন, “আমি পত্রিকায় দেখলাম বিলিয়ন বিলিয়ন ডলারের বিনিয়োগের কথা বলা হচ্ছে। কিন্তু এখন বলা কঠিন আসলেই কি পরিমাণ বিনিয়োগ করা হবে।”
বাংলাদেশে বিনিয়োগের সম্ভাবনা যাচাই করতে সাহারা গ্রুপের চেয়ারম্যান সুব্রত রায় ২০ সদস্যের একটি প্রতিনিধিদল নিয়ে মঙ্গলবার বিকেলে ঢাকা পৌঁছেন। সংসদ সদস্য ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম ওইদিন বিমানবন্দরে তাকে স্বাগত জানান।
সুব্রত রায় সফরে সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা, ব্যবসায়ী নেতা এবং রাজনীতিবিদদের সঙ্গে আলোচনা করবেন।
সুব্রত রায় ১৯৭৮ সালে সাহারা ইন্ডিয়া পরিবার প্রতিষ্ঠা করেন। মহারাষ্ট্রে অ্যাম্বি ভ্যালি নামের আবাসন প্রকল্প গড়ে তুলে সুনাম অর্জন করে সাহারা।
আবাসন প্রকল্প দিয়ে শুরু হলেও এখন অর্থনৈতিক সেবা, জীবন বীমা, মিউচুয়াল ফান্ড, আবাসিক খাতে অর্থ যোগান, অবকাঠামো, সংবাদপত্র ও টেলিভিশন, বিনোদন, চলচ্চিত্র প্রযোজনা, স্বাস্থ্যসেবা, পণ্য উৎপাদন, ক্রীড়া এবং তথ্য প্রযুক্তি খাতে সাহারার ব্যবসা ছড়িয়ে আছে।