কেরানীগঞ্জের মানুষের ভরসাস্থল বসুন্ধরা রিভারভিউ আদ-দ্বীন হাসপাতাল

কেরানীগঞ্জের মানুষের ভরসাস্থল বসুন্ধরা রিভারভিউ আদ-দ্বীন হাসপাতাল

কেরানীগঞ্জের বসুন্ধরা রিভারভিউ আবাসিক প্রকল্পে বসুন্ধরা আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে মধ্যবিত্ত ও হতদরিদ্র রোগির সংখ্যা বেড়ে চলেছে। কারণ এখানে অল্প টাকায় পাওয়া যাচ্ছে আধুনিক ও মানসম্মত চিকিৎসা। সবচেয়ে বড় কথা এখানকার মনোরম পরিবেশে মুগ্ধ হচ্ছে রোগিরা।

বুসন্ধরা আদ্দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালটি ৫০০ শয্যা বিশিষ্ট। এর মধ্যে ২৫টি শয্যা হতদরিদ্রদের জন্য নির্ধারিত রাখা হয়েছে। এই শয্যায় ভর্ত্তিকৃত রোগীরা বিনা খরচে থাকা-খাওয়া, ঔষধ-পরীক্ষা ও ডাক্তারি পরামর্শ সুবিধা পাবেন।

প্রসঙ্গত, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান হাসপাতালটিকে মেডিকেল কলেজ হিসেবে অনুমোদন দেওয়ার জন্য সরকারের প্রতি আহবান জানিয়েছেন। তিনি বলেন, কেরানীগঞ্জের মানুষের স্বাস্থ্যসেবায় মেডিকেল কলেজটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মাত্র ২০ টাকায় বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ
বসুন্ধরা গ্রুপ চেয়ারম্যান জানান, ইতোমধ্যেই এই হাসাপাতালটি সাধারণ মানুষের মধ্যে সাড়া ফেলেছে।

এখানে মাত্র ১০ টাকায় রেজিস্ট্রেশন, ২০ টাকায় বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ, ১২৫ টাকায় পেয়িং বেডের সুবিধা, ৩০০ থেকে ৫০০ টাকায় কেবিন, ভর্তি ফি দিনে ৩০০ রাতে ৪০০ টাকা, ভর্তি হওয়া সকল রোগীর জন্য বিনামূল্যে খাবার, ৮০০ টাকার মধ্যে স্বাভাবিক ডেলিভারি, ৪ হাজার ৮০০ টাকার মধ্যে ঔষধসহ সিজারিয়ান অপরেশন, ১০০ থেকে ১৫০ টাকায় সাধারণ এক্স-রে, ৫০ টাকায় ইসিজি পরীক্ষা, ২৫০ টাকায় সাদাকালো আল্ট্রাসনো পরীক্ষার সুবিধা দেওয়া হচ্ছে।

শিশু স্বাস্থ্য সেবা
শিশু স্বাস্থ্য সংক্রান্ত বহির্বিভাগ ও আন্তবিভাগে সুবিধাদির মধ্যে আছে টিকাদান, শিশুরবৃদ্ধির পরিমাপ, মারাত্বক অপুষ্ট শিশুদের ওষুধ ও খাবারসহ বিনামুল্যে চিকিৎসা।

নবজাতক সেবা বিশেষ করে অপরিনত শিশুর জন্য ইনকিওবেটর, রেডিয়েন্ট হিটার ও ফটোথেরাপিসহ শিশুদের সব ধরনের অপারেশনের ব্যবস্থা এখানে রয়েছে।

হাসপাতালের শিশু বিভাগের সহকারী অধ্যাপক ডা. আব্দুল মতিন বলেন, এখানে ভর্তি হওয়া শিশুদের সবাই ডায়রিয়া এবং স্বাস কষ্টের রোগী।

মাত্রাতিরিক্ত গরমের কারণে শিশুরা বেশিমাত্রায় অসুস্থ হচ্ছে বলে জানান তিনি।

তিনি বলেন, আমরা অনেক কম খরচে আধুনিক মানসম্পন্ন চিকিৎসা দিচ্ছি। এ কারণে এখানে সব শ্রেণীর লোকের ভিড় বাড়ছে। তবে দরিদ্র রোগীর সংখ্যা বেশি বলে জানান তিনি।

বিভিন্ন কারণে যারা সরকারি হাসপাতালে যেতে পারছে না কিংবা অন্যান্য প্রাইভেট হাসপাতালে খরচ যোগাতে ব্যর্থ, এ ধরনের রোগিরা এখানে আসছেন সেবা নিতে।

কেরানীগঞ্জের উত্তর পানগাঁও থেকে এখানে চিকিৎসা সেবা নিতে আসা ফারজানা আক্তার রুনা বলেন, দুইমাস আগে আমার পাঁচমাস বয়সী শিশুকে এখানে এনেছিলাম। অল্প খরচে সুচিকিৎসা পেয়েছি। যার কারণে আমার ননদ রাজিয়া খাতুনকেও নিয়ে এসেছি।

হাসপাতালের পরিবেশ এবং সেবার মান অনেক ভালো বলে মন্তব্য করেন তিনি।

মাতৃ স্বাস্থ্যসেবা
বসুন্ধরা আদ্দ্বীন মডেকিলে কলজে হাসপাতালে মহিলা ও মাতৃস্বাস্থ সংক্রান্ত বহির্বিভাগ ও আন্ত‍ঃবিভাগ চিকিৎসা, গর্ভকালীন সেবা, প্রসবোত্তর সেবা, পরিবার পরিকল্পনা, বিষয়ভিত্তিক শিক্ষা, টিটি টিকা দান এবং স্বাভাবিক প্রসব ও সিজারিয়ান অপারেশনসহ সব ধরনের নিরাপদ প্রসবের আধুনিক ব্যবস্থা এখানে আছে।

স্ত্রীরোগ ও ধাত্রী বিদ্যা বিভাগের সিনিয়র আরএমও ডা. নাজমা বেগম বলেন, গর্ভবতীদের জন্য সার্বিক চিকিৎসার ব্যবস্থা এখানে রয়েছে। এখানে গর্ভবতী মায়ের স্বাস্থ্য-পুষ্টি ও বার্থ প্লানিং সম্পর্কে পরামর্শ দেওয়া হয়।

গর্ভবতী মায়েদের উদ্দেশ্যে তিনি বলেন, তারা যেন ঘরে থেকে ঝুঁকি না নিয়ে ডেলিভারির কাছিয়ে আসার সময় অন্তত হাসপাতালে যোগাযোগ করেন।

পুরুষ-মহিলা ও শিশুদের অন্যান্য চিকিৎসেবাসমূহ
মেডিসিন ,সার্জারী,আর্থপেডিক্স,ইরোলজি ,চর্ম ,নাক কান গলা ,চক্ষু ,দন্তরোগ , ও ফিজিওথেরাপির সেবার সুবিধা থাকছে বসুন্ধরা আদ-দ্বীন মডেকিলে কলজে হাসপাতাল।

অর্থ বাণিজ্য