ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)’র কোয়ালিফাইং রাউন্ডে টিকে থাকলো চেন্নাই সুপার কিংস। বুধবার এলিমিনেশন ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সকে ৩৮ রানে হারিয়ে ফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রাখলেন মহেন্দ্র সিং ধোনি।
চেন্নাই সুপার কিংস: ১৮৭/৫ (২০ ওভার)
মুম্বাই ইন্ডিয়ান্স: ১৪৯/৯ (২০ ওভার)
ফল: চেন্নাই সুপার কিংস ৩৮ রানে জয়ী
নিরপেক্ষ ভেন্যু বেঙ্গালুরু চিন্নাস্বামী স্টেডিয়ামে আগে ব্যাটিংয়ের সুবিধা দারুণ কাজে লাগায় চেন্নাই। মাইক হাসি আট চার ও এক ছয়ে ৩৯ বলে ৪৯ রান, সুবরামানিয়াম বাদরিনাথ ছয় চার ও এক ছয়ে ৩৯ বলে ৪৭ রান, অধিনায়ক ধোনি ছয় চার ও দুই ছয়ে ২০ বলে ৫১ রান ও ডোয়াইন ব্রাভো ১৪ বলে তিনটি চার ও দুটি ছয়ের মারে ৩৩ রানের ঝড়ো ইনিংস খেললে ২০ ওভার শেষে পাঁচ উইকেটে ১৮৭ রানের সংগ্রহ পায় চেন্নাই।
বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে কোন জুটি গড়ে তুলতে পারেনি মুম্বাই। চেন্নাই বোলিং তোপের মুখে নিয়মিত উইকেট হারায় তারা। ডোয়াইন স্মিথ পাঁচ চার ও দুই ছয়ে ২২ বলে ৩৮ রান করেন। মুম্বাইয়ের ইনিংস শেষ হয় ১৪৯ রানে। চেন্নাইয়ের মরকেল ও ব্রাভো দুটি করে উইকেট নেন। একটি করে উইকেট নেন জাকাতি, হিলফেনহাস, অ্যাশউইন ও জাদেযা।
প্রয়োজন মুহূর্তে ৫১ রানের অসাধারণ একটি ইনিংস খেলে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় ম্যাচ সেরার পুরস্কার পেয়েছেন চেন্নাই অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।
এলিমিনেশন ম্যাচে হেরে যাওয়ায় টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে মুম্বাই। চেন্নাইও সুপার কিংস কোয়ালিফাইং রাউন্ডে দিল্লি ডেয়ারডেভিলসের বিপক্ষে খেলবে। ওই ম্যাচের বিজয়ী দল হবে ফাইনালে কলকাতা নাইট রাইডার্সের প্রতিপক্ষ।