ভারতের নাগাল্যান্ডের আদিবাসীদের চিহ্নিত করার প্রক্রিয়া শুরু হয়েছে। বুধবার থেকে সেখানে নথিভুক্ত করার কাজ শুরু হয়েছে। জানা গেছে, ওই তালিকায় নাম থাকা ব্যক্তিরা চাকরি, শিক্ষা ও অন্যান্য ক্ষেত্রে বিশেষ সুযোগ-সুবিধা পাবে।
ভারতের আসামে জাতীয় নাগরিক তালিকা (এনআরসি) করার পর এবার নাগাল্যান্ডে শুরু হলো আদিবাসীদের নথিভুক্তিকরণ প্রক্রিয়া। এনডিএ শাসিত কোনো রাজ্য এই প্রথম আদিবাসীদের চিহ্নিত করার কাজ শুরু হলো।
চলতি বছরের ১০ ডিসেম্বরের মধ্যে সেই কাজ সম্পূর্ণ করা হবে। এ বিষয়ে নির্দেশনা জারি করেছেন নাগাল্যান্ডের হোম কমিশনার আর রামকৃষ্ণান।
যদিও ওই প্রক্রিয়ার সঙ্গে আসামের নাগরিক তালিকার পার্থক্য রয়েছে। নাগাল্যান্ডে শুধু আদিবাসীদের নামই তালিকায় থাকবে। তালিকায় যাদের নাম থাকবে, তাদের প্রশাসনের পক্ষ থেকে বিশেষ সার্টিফিকেট দেয়া হবে।