বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টের দ্বিতীয় দিনে ব্যাট করছে পাকিস্তান। প্রথম ইনিংসে তিন উইকেট হারিয়ে হাফিজের শতকে পাকিস্তানের সংগ্রহ ২৮০। এগিয়ে আছে ১৪৫ রানে।
ব্যাট করছেন ইউনুস খান ও মিসবাহ উল হক ।
চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে আগের দিন ১৩২ রানে অবিচ্ছিন্ন থেকে দিনের খেলা শেষ করেন উদ্বোধনী ব্যাটসম্যান মোহাম্মদ হাফিজ ও তৌফিক উমর। দ্বিতীয় দিন প্রথম সেশনের চা বিরতির পরই জুটিতে ভাঙ্গন ধরান অলরাউন্ডার মাহমুদউল্লাহ। তার বলে ব্যক্তিগত ৬১ রানে এলবিডাব্লু’র ফাঁদে পড়েন তৌফিক উমর।
লাঞ্চের পর বাংলাদেশকে দ্বিতীয় সাফল্য উপহার দেন পেসার সাহাদাত হোসেন। তার বলে উইকেটের পেছনে ক্যাচ দেন আজহার আলী। সাজঘরে ফেরার আগে ২৬ রান করেন এই ক্রিকেটার।
একপ্রান্ত আগলে রেখে দারুণ খেলেন হাফিজ। পূর্ণ করেন ক্যারিয়ারের চতুর্থ টেস্ট শতক। ইলিয়াস সানির বলে আউট হয়ে ১৪৩ রান করে সাজঘরে ফেরেন এই অলরাউন্ডার। ১৪টি চারের মার ছিলো তার ইনিংসে।
এর আগে টস হেরে প্রথম ব্যাট করে ১৩৫ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ। নাসির হোসেন ৪১, অভিষিক্ত নাজিমউদ্দিন ৩১ ও সহঅধিনায়ক মাহমুদউল্লাহ রিয়ান ১৮ রান করেন। বাকি ব্যাটসম্যানদের কেউই পৌঁছাতে পারেননি দুই অঙ্কের ঘরে।