সত্য ঘটনা মনে করে ভিডিও গেমের দৃশ্য পোস্ট করে ট্রোলড হলেন পাকিস্তানের মন্ত্রী খুররম নওয়াজ। তিনি জিটিএ ফাইভ গেমের একটি ভিডিওকে বাস্তব ভিডিও ভেবেছিলেন।
পাকিস্তান আওয়ামী তেহরিকের সভাপতি তিনি। পাইলটের প্রশংসা করে টুইটারে পোস্ট করেন ওই ভিডিও। নেটিজেনদের হাসির খোরাক হয়ে ট্রোল হওয়া শুরু হতেই ঘুম ভাঙে তার। তড়িঘড়ি করে সেই ভিডিও ডিলিট করে দেন তিনি। ততক্ষণে সেই পোস্টের স্ক্রিনশট ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়।
ভিডিওতে দেখা যাচ্ছে, বিমানটি রানওয়েতে অবতরণ করছে। সেই বিমানের সামনে হঠাৎ করেই এসে পড়ে জ্বালানির ট্যাঙ্কার। সংঘর্ষ এড়াতে বিমান নিয়ে আবার আকাশে উড়াল দেন পাইলট।
একটু ভালো করে দেখলেই বোঝা যায়, সবই গ্রাফিক্সের খেলা। বিমানের ওড়া বা ধোঁয়া দেখলেই বোঝা যায় সেটি কোনো গেমের দৃশ্য। তবে সেদিকে খেয়াল করেননি পাকিস্তানি মন্ত্রী।
উন্নত গ্রাফিক্সের কাজ দেখে বাস্তব ভেবে বসেন তিনি। মন্ত্রী ভাবলেন, পাইলটের তৎপরতায় বড়সড় দুর্ঘটনা থেকে বাঁচলেন অনেক মানুষ। ভিডিওর ক্যাপশনে লিখলেন, অল্পের জন্য সাংঘাতিক বিপদ থেকে বাঁচল বিমান। পাইলটের সতর্কতায় এড়ানো গেল দুর্ঘটনা।
এর পরই তাকে ট্রোল করতে শুরু করেন নেটিজেনরা। অনেকে বলেন, পাইলটের সতর্কতা নাকি আপনার অসতর্কতা, তা আগে ঠিক করুন।