আগামী ১৬ ডিসেম্বরের আগেই জামায়াত নেতা গোলাম আযমকে গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম।
শনিবার সকাল সাড়ে ১১টায় ঢাকা রিপোর্টপার্স ইউনিটিতে (ডিআরইউ) ঠিকানা বাংলাদেশের উদ্যোগে আয়োজিত ‘যুদ্ধাপরাধীর বিচার- বিরোধী দলের বাধা- আমাদের প্রতিরোধ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
এ সময় ‘দু’এক দিনের মধ্যেই গোলাম আযমের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হচ্ছে’ বলেও মন্তব্য করেন কামরুল।
তিনি বলেন, ‘একজনের বিচার শুরু হয়েছে। আগামী দুই মাসের মধ্যে শীর্ষ কয়েকজনের বিচার শুরু হবে। এ বিচার দ্রুত করার জন্য প্রয়োজনে একাধিক ট্রাইব্যুনাল গঠন করা হবে।’
মুক্তিযুদ্ধের পক্ষের সকল সংগঠনের প্রতি যুদ্ধাপরাধীদের বিচারের পক্ষে জনমত সৃষ্টির আহবান জানান তিনি।
আইন প্রতিমন্ত্রী খালেদা জিয়াকে উদ্যেশ্য করে বলেন, ‘এতিমদের টাকা মেরে খেয়েছেন বলেই দুদক মামলা করেছে। যদি সৎ সাহস থাকে তাহলে আদালতে এসে আত্মসমর্পন করেন। আইনি প্রক্রিয়ায় বেরিয়ে যান। না হলে এর বিচার হবেই।’
তিনি অরো বলেন, ‘যুদ্ধাপরাধীরা খালেদার ঘাড়ে চেপে বসেছে। এদের সাথে বিএনপির অস্তিত্ব বিলীন হয়ে গেছে। এদের আলাদা করার সুযোগ নেই। সময় বেশি নাই, শত্রু-মিত্র চিহ্নিত হয়ে গেছে । এ বিচার হবেই। আর যারা যুদ্ধাপরাধীদের পক্ষ নেবে তাদেরও বিচার করা হবে। মুক্তিযোদ্ধারা কখনও পরাজিত হয় না। এ বিচার আমাদের দ্বিতীয় মুক্তিযুদ্ধ।’
আলোচনা সভায় বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহম্মদ হোসেন, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহ আলম মুরাদ ও ঠিকানা বাংলাদেশের সভাপতি বেগম রুবি হক উপস্থিত ছিলেন।