মোদিকে বাংলাদেশে পাঠিয়ে দেয়া হোক : মাওলানা বদরুদ্দিন

মোদিকে বাংলাদেশে পাঠিয়ে দেয়া হোক : মাওলানা বদরুদ্দিন

ভারতের আসাম রাজ্যের আঞ্চলিক দল অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট (এআইইউডিএফ)। এই দলের প্রধান মাওলানা বদরুদ্দিন আজমল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশটিতে ধর্মীয় মেরুকরণ করছেন বলে অভিযোগ তুলে তার ব্যাপক সমালোচনা করেছেন আসামের দুবারের সাংসদ মাওলানা বদরুদ্দিন আজমল। তিনি বলেছেন, নরেন্দ্র মোদিকে ক্ষমতা থেকে উৎখাত করে বাংলাদেশে পাঠিয়ে দেয়া উচিত। মোদি বাংলাদেশের প্রধানমন্ত্রী হোক, ভারতের নয়।

আসামের চিরাগে এক জনসভায় তিনি এ মন্তব্য করেন।

মাওলানা আজমল বলেন, মোদি মুসলিমদের হিন্দু ধর্মে ধর্মান্তরিত করার চেষ্টা করছেন। তিনি আমাদের সংবিধান পরিবর্তন করার চেষ্টা করছেন।

নির্বাচন শেষ হওয়ার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চায়ের দোকান খুলবেন এবং পাকোড়া বিক্রি করবেন বলেও মন্তব্য করেন মাওলানা বদরুদ্দিন আজমল

তিনি বলেন, ভারতের হিন্দু ও মুসলিমরা চায় প্রধানমন্ত্রী পরিবর্তন হোক।

আন্তর্জাতিক