পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক বলেছেন, কমলনগরকে আর ভাঙতে দেওয়া যাবে না। ভাঙন থেকে রক্ষা করা হবে। দ্রুত সময়ের মধ্যে কমলনগরে ছয়শ মিটার ও রামগতিতে সাতশ মিটার কাজ করা হবে। এছাড়াও নদী তীর রক্ষায় আরো ১৫ কিলোমিটার কাজ বাস্তবায়নে যথাযথ উদ্যোগ গ্রহণ করা হবে।
শুক্রবার দুপুরে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার মেঘনা নদী ভাঙন কবলিত মাতাব্বরহাট এলাকা পরিদর্শনে এসে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী আরো বলেন, যাদের ঘরবাড়ি নদী গর্ভে বিলীন হয়েছে। তাদের দুঃখ কষ্ট কতখানি আমি তা উপলদ্ধি করতে পারি। এখানকার মানুষ যাতে নদী ভাঙনের শিকার হয়ে কষ্টে না পড়তে হয়, সে লক্ষ্যে কাজ করবো।
সভায় বিশেষ অতিথি ছিলেন লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের সংসদ সদস্য ও বিকল্প ধারার মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান।
কমলনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম নুরুল আমিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন লক্ষ্মীপুরের জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল, সাবেক সংসদ সদস্য আবদুল্লাহ আল মামুন, কমলনগর উপজেলার নব নির্বাচিত চেয়ারম্যান মেজবাহ উদ্দিন আহমেদ বাপ্পি, হাজিরহাট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নিজাম উদ্দিন, সাহেবেরহাট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবুল খায়ের ও যুবলীগ নেতা আহসান উল্লাহ হিরন।