সারাদেশে বিশেষ করে উপজেলা পর্যায়ের খাদ্য কর্মকর্তাদের শতভাগ সততা নিয়ে কাজ করতে হবে। সৎভাবে চললে মিলাররা ধান ও গম আরো বেশি দামে ক্রয় করতে পারবেন। এতে করে কৃষকরা তাদের খাদ্য পণ্যের ন্যায্য মূল্য পাবে।
শুক্রবার নওগাঁর পত্নীতলায় পাঁচশ মেট্রিক টন ধারণ ক্ষমতা সম্পন্ন খাদ্য গুদাম উদ্বোধনকালে মন্তব্যটি করেন খাদ্যমন্ত্রী মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার।
এ সময় সেখানে উপস্থিত ছিলেন, নওগাঁ জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা কামাল হোসেন, পত্নীতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম, পত্নীতলা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মুক্তিযোদ্ধা আরমান আলী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উপজেলা চেয়ারম্যান আব্দুল গাফফার, নজিপুর পৌরসভার মেয়র রেজাউল কবির চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ প্রমুখ।