হজে যাওয়ার নিবন্ধনের সময় বাড়ল ফের

হজে যাওয়ার নিবন্ধনের সময় বাড়ল ফের

সময় বাড়িয়েও চলতি বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের নির্ধারিত কোটা পূরণ হচ্ছে না। একারণে উভয় ব্যবস্থাপনায় হজ পালনে আগ্রহীদের নিবন্ধনের জন্য বারবার সময় বাড়ানো হচ্ছে। আবারো সময় বাড়িয়েছে ধর্ম মন্ত্রণালয়। এবার আগামী ১৮ এপ্রিল পর্যন্ত নিবন্ধনের সুযোগ রাখা হয়েছে। কয়েকদফা সময় বাড়ানো হলো। সময় বাড়ানোর বিষয়ে বুধবার ধর্ম মন্ত্রণালয় থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

প্রাপ্ত তথ্যানুযায়ী, গত ১০ এপ্রিল রাত ৮টা পর্যন্ত সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় এক লাখ ১৩ হাজার ৭শ ৮৫ জন নিবন্ধন করেছেন। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় নিবন্ধন করেছেন ৬ হাজার ৩শ ৪১ জন। আর বেসরকারি ব্যবস্থাপনায় নিবন্ধন করেছেন একলাখ ৭ হাজার ৪শ ৪৪ জন। এখনও সরকারি ব্যবস্থাপনায় ৪শ ৭৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৯ হাজার ৩শ ২ জন নিবন্ধনের সুযোগ পাবেন। বাংলাদেশের জন্য এই নির্ধারিত কোটা পুরণ না হওয়ায় বারবার সময় বাড়ানো হচ্ছে বলে জানা গেছে।

বাংলাদেশ শীর্ষ খবর