যুক্তরাষ্ট্রের সামরিক সরঞ্জামে চীনের বিপুল পরিমাণ নকল ইলেক্ট্রনিক্স যন্ত্রাংশ ব্যবহার করা হচ্ছে বলে জানিয়েছে দেশটির সিনেটের একটি কমিটি।
সিনেটের আর্মড সার্ভিস কমিটি এক বছরের তদন্ত শেষে বলেছে, যুক্তরাষ্ট্রের সামরিক বিমানে নকল যন্ত্রাংশ ব্যবহারের এক হাজার ৮০০টি ঘটনা তাদের কাছে ধরা পড়েছে। মঙ্গলবার এক প্রতিবেদনে বিবিসি এ খবর জানিয়েছে।
তদন্ত প্রতিবেদনে বলা হয়, এ ধরনের ১০ লাখ যন্ত্রাংশের ৭০ শতাংশই এসেছে চীন থেকে।
মার্কিন সামরিক বাহিনীতে যন্ত্রাংশ সরবরাহ ব্যবস্থায় গলদ এবং নকল যন্ত্রাংশের বাজার বন্ধে চীনের ব্যর্থতাকে এজন্য দায়ী করা হয়েছে।
কমিটি বলেছে, গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ বিকল হয়ে নিরাপত্তা ও জাতীয় প্রতিরক্ষা ব্যবস্থার জন্য বড় ধরনের ঝুঁকি সৃষ্টি করতে পারত এবং এজন্য পেন্টাগনকে বড় ধরনের খেসারত দিতে হতো।
প্রতিবেদনে বলা হয়, মার্কিন সেনাদের রাতে দেখার ব্যবস্থা, বেতার ও জিপিএস যন্ত্রে ক্ষুদ্র, ও স্পর্শকাতর বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স যন্ত্রাংশ ব্যবহার করা হয় যার কোনো একটি বিকল হয়ে গেলে তারা ঝুঁকিতে পড়বে।
নৌবাহিনীর এসএইচ-৬০বি হেলিকপ্টার ও পি-৮এ পসিডোন বিমান এবং সি-১৩০জে ও সি-২৭জে কার্গো বিমানেও নকল যন্ত্রাংশ ব্যবহার করা হয়েছে বলে তদন্তে ধরা পড়েছে।
চীনের পর যুক্তরাজ্য ও কানাডা থেকে সবচেয়ে বেশি নকল যন্ত্রাংশ এসেছে বলে তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে।
সামরিক সরঞ্জামে নকল যন্ত্রাংশ পাওয়ার এ ঘটনা তদন্তে চীনে যেতে চাইলেও তাদের ভিসা দেওয়া হয়নি বলে অভিযোগ করেন সিনেট সদস্যরা।