ভারতে সপ্তদশ লোকসভা নির্বাচন ভোটগ্রহণ শুরু হয়েছে আজ সকালে। আর ভোটের শুরুতেই রাজনৈতিক উত্তাপ চরমে উঠেছে। ভোট শুরু হতেই একাধিক রাজনৈতিক সংঘাতের ঘটনার খবর এসেছে। এদিকে প্রার্থী মধুসূদন গুপ্তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে সর্বশেষ প্রাপ্ত তথ্যে জানা গেছে।
আজ সকাল থেকেই ভোটগ্রহণ পর্ব শুরু হতেই দেখা বেশ কয়েকটি সংঘাতের ঘটনা ঘটেছে।
অন্ধ্রপ্রদেশে ২৫ টি লোকসভা আসনে ভোটগ্রহণকে কেন্দ্র করেও উত্তাপ ছিল চরমে। অন্ধ্রপ্রদেশের অনন্তপুরে গুন্তাকাল লোকসভা আসনের একটি বুথে ইভিএম ভাঙচুরকে ঘিরে রীতিমত উত্তপ্ত হয় পরিস্থিতি। এ ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে সেখানের জনসেনা প্রার্থীকে।
এর আগে, ভোটকেন্দ্রে প্রার্থী মধুসূদন গুপ্তা পৌঁছানোর সাথে সাথে পোলিং স্টাফদের নাম নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। এরপর থেকেই বিবাদ চরমে ওঠে; শুরু হয় হাতাহাতি, সংঘর্ষ। সংঘর্ষের মধ্যে ইভিএম মাটিতে ছুড়ে ফেলে দেন মধুসূদন গুপ্তা। মেশিনটি খারাপ হয়ে যায়। এরপরই মধুসূদন গুপ্তকে গ্রেপ্তার করা হয়।
সূত্র : ওয়ান ইন্ডিয়া