ফতুল্লায় আগুনে দগ্ধ শিশুর মৃত্যু

ফতুল্লায় আগুনে দগ্ধ শিশুর মৃত্যু

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি বাসায় গ্যাস সিলিন্ডার লিকেজের আগুনে দগ্ধ সাফওয়ান (৫) নামে এক শিশু মারা গেছে। একই ঘটনায় দগ্ধ তার মা এক ভাই ও এক বোন ঢামেকের বার্ন ইউনিটে চিকিৎসা নিচ্ছে।

গতকাল রবিবার রাত সাড়ে ৮টার দিতে সাফওয়ান ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সাফওয়ান।

সাফওয়ানের মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ঢামেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া। তিনি জানান, সাফওয়ানের শরীরের ৯৭ শতাংশ দগ্ধ ছিল।

গত শনিবার রাত সাড়ে ৮টার দিকে ফতুল্লার গিরিধারা আবাসিক এলাকায় গ্যাস লিকেজ থেকে সৃষ্ট আগুনে মা ও তার তিন সন্তান দগ্ধ হয়। এদের মধ্যে শিশু সাফওয়ানের মৃত্যুর পর এখন ঢামেকে চিকিৎসাধীন আছেন- ফাতেমা বেগম (৩৫) এবং তার সন্তান ফারিয়া (৯) ও রাফি (১১)। ফাতেমার ৯৪ শতাংশ, ফারিয়ার ৯০ শতাংশ এবং রাফির ৯৮ শতাংশ শরীর দগ্ধ হয়েছে। তাদের অবস্থাও আশঙ্কাজনক।

বাংলাদেশ শীর্ষ খবর