প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগ আবারও ক্ষমতায় আসবে ইনশাআল্লাহ।
বাংলাদেশের সমুদ্রবিজয় উপলক্ষে নিউইয়র্ক সিটি আওয়ামী লীগ আয়োজিত বিজয় উৎসবে ভিডিও কনফারেন্সে তিনি এ কথা বলেন।
রোববার নিউইয়র্ক সিটির উড সাইডে অবস্থিত কুইন্স প্যালেসে এ বিজয় উৎসব অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রী বলেন, “এবার ক্ষমতায় এলে ২০১৪ সালে ভারতের সঙ্গে বাংলাদেশের সমুদ্রসীমা বিরোধের সমাধান হবে। মিয়ানমারের সঙ্গে সমুদ্রজয় হয়েছে আওয়ামী লীগের কারণেই। এর আগে বিএনপি দীর্ঘদিন ক্ষমতায় থাকলেও এ বিষয়ে কোনো উদ্যোগ নেয়নি।“
প্রধান অতিথির ভাষণে শেখ হাসিনা বলেন, “যুদ্ধাপরাধীদের রক্ষা করতে সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বিরোধী দল।“
এ জন্য যুক্তরাষ্ট্র প্রবাসী মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।
বাংলাদেশ তেল পেয়েছে এমন তথ্য জানিয়ে প্রধানমন্ত্রী আরও বলেন, “প্রবাসীরা সব সময় দেশের উন্নয়নে অবদান রেখেছেন। এজন্য আমরা সবাই কৃতজ্ঞ। আগামীতেও তারা দেশের স্বার্থে অতন্ত্র প্রহরীর ভূমিকা রাখবেন বলে আশা করি।“
সিটি আওয়ামী লীগের সভাপতি কমান্ডার নুরুন্নবী সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা ডা. মাসুদ হাসান, সহ-সভাপতি মাহবুবুর রহমান, সিরাজ উদ্দিন আহমেদ, সামসুদ্দীন আজাদ, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা খোরশেদ খন্দকার, ইঞ্জিনিয়ার মোতাহার হোসেন, আবুল হাসেম, জকিউদ্দিন চৌধুরী, মো. শহীদুল্লাহ ও শামীম চৌধুরী হাবিব, সহ-সভাপতি হাজী মফিজুর রহমান, মাসুদ হোসেন সিরাজী, আ. শাকুর খান মাখন ও রফিকুর রহমান।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে ছিলেন জাকারিয়া চৌধুরী। গেস্ট অব অনার ছিলেন ড. প্যালেক ডি রকি (মেয়র অব ওয়েস্ট নিউইয়র্ক নিউজার্সি), ডেপুটি মেয়র সিলভি অ্যাকোস্টা, বোর্ড অব এডুকেশনের মেম্বার নাসরিন আলমরিতা, কমিশনার এলিজাব্রিয়াল ও কমিশনার রুবিন বারগার।
অনুষ্ঠানে অরও বক্তব্য রাখেন কুইন্স (সাউথ) আওয়ামী লীগের সভাপতি মো. জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক একে এম সফিকুল ইসলাম, ব্রুকলিন যুব নাগরিক কমিটির আহ্বায়ক মো. আলাউদ্দিন, আব্দুল হামিদ,ওজন পার্ক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামাল উদ্দিন প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা হাবিবউল্লাহ, গীতা ও ত্রিপিটক থেকে পাঠ করেন অ্যাডভোকেট সন্তোষ মিত্র। অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক এমদাদুর রহমান চৌধুরী।
ভিডিও কনফারেন্সের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী আব্দুস সোবহান গোলাপ ও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক নিজাম চৌধুরী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ছিলেন।