মেয়ের সিনেমায় নাক গলাবেন না, সুনীল শেঠিকে পরিচালকের হুঁশিয়ারি

মেয়ের সিনেমায় নাক গলাবেন না, সুনীল শেঠিকে পরিচালকের হুঁশিয়ারি

মোতিচুর চাকনাচুর সিনেমার নির্মাতা একটি বিজ্ঞপ্তি জারি করেছেন। তাতে বলা হয়েছে, অভিনেত্রী আথিয়া শেঠির বাবা সুনীল শেঠি এই সিনেমায় হস্তক্ষেপ করছেন। মেয়ের হয়ে সিদ্ধান্ত নেওয়ার কোনো অধিকার সুনীলের নেই এবং এক্ষেত্রে তিনি হস্তক্ষেপ করলে তা নিজস্ব ঝুঁকিতে গোপনীয়তা লঙ্ঘন হিসেবেই বিবেচিত হবে।

চলচ্চিত্রজগতে মেয়ে পা রেখেছে আগেই। তবে এখনো মেয়ে কোন সিনেমায় কী করবে তা নিয়ে বাবার নাক গলানোর অভিযোগ উঠছে। মুম্বাই মিররে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে, চলচ্চিত্রের সহ-প্রযোজক রাজেশ এবং কিরণ ভাটিয়া এই সিনেমার প্রতিটি বিষয়ের ‘একমাত্র চূড়ান্ত কর্তৃপক্ষ এবং সিদ্ধান্ত গ্রহণকারী কর্তৃপক্ষ।’ এরকম বিজ্ঞপ্তি জারির ব্যাপারে সুনীল শেঠি বলেন, আমি সঠিক সময়ে কথা বলব।

মুম্বাই মিররের প্রতিবেদন অনুযায়ী, ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উল্লিখিত চলচ্চিত্রে সুনিল শেঠির কোনো অধিকার, শিরোনাম এবং আগ্রহ নেই বা কোনো কর্তৃপক্ষের সঙ্গে সরাসরি বা পরোক্ষভাবে আলোচনার বা কোনো সিদ্ধান্তগ্রহণ, কৌশল নির্ধারণের ক্ষমতা নেই। চলচ্চিত্র বা তার সৃজনশীল এবং বিপণন দলগুলোর সাথে বা সংযুক্ত স্টুডিও বা স্টুডিওর সাথে জড়িত বা মোতিচুর চাকনাচুর চলচ্চিত্রের সাথে সংযুক্ত কারো সাথে চলচ্চিত্র বিষয়ে হস্তক্ষেপ, পরিবর্তন বা অন্য কোনো উপায়ে জড়িত থাকবেন না তিনি।

ওই বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে যে, যদি এমন করা হয়, তবে তা নিজের ঝুঁকি, খরচ এবং পরিণতিতে গোপনীয়তা লঙ্ঘন এবং অনধিকার প্রবেশ হিসেবে বিবেচিত হবে

বিনোদন