৩৬০ ভারতীয় বন্দিকে মুক্তি দেবে পাকিস্তান

৩৬০ ভারতীয় বন্দিকে মুক্তি দেবে পাকিস্তান

৩৬০ ভারতীয় বন্দিকে মুক্তি দিতে যাচ্ছে পাকিস্তান। চলতি মাসেই ওই বন্দিদের মুক্তি দেওয়া হবে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানা গেছে।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ ফয়সাল জানিয়েছেন, ৩৬০ ভারতীয় বন্দিকে মুক্তি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। এই বন্দিদের কারাভোগের মেয়াদ শেষ হয়েছে। এদের মধ্যে ৩৫৫ মৎস্যজীবী; বাকিরা বেসামরিক নাগরিক।

মোহাম্মদ ফয়সাল জানান, ওই বন্দিদেরকে আগামী ৮ এপ্রিল থেকে পাঁচ ধাপে মুক্তি দেয়া হবে।

সূত্র : রয়টার্স

আন্তর্জাতিক