পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ঢাকা আসছেন

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ঢাকা আসছেন

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী হিনা রাব্বানি খার খুব শিগগির ঢাকা সফরে আসছেন। পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনির আমন্ত্রণে সরকারিভাবে তার এ সফরের আয়োজন করা হবে।

কূটনীতিক কয়েকটি সূত্র সোমবার এ তথ্য জানিয়েছে। পাকিস্তান ও বাংলাদেশের মধ্য দ্বিপক্ষীয় বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনাই হবে হিনা খারের এ সফরের উদ্দেশ্য।

পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি গত জানুয়ারিতে হিনা রাব্বানি খারকে ঢাকা সফরের জন্য আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানান।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এরইমধ্যে তাদের পররাষ্ট্রমন্ত্রীর সফরের প্রস্তুতি শুরু করেছে। আগামী জুলাইয়ের প্রথমদিকে তার এ সফরের সম্ভাবনা রয়েছে।

তবে এরপর রমজান মাস শুরু হয়ে যাওয়ায় সে সময় না হলে ঈদুল ফিতরের পর আগস্টে ঢাকা সফরে আসবেন পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী হিনা রাব্বানি খার।

বর্তমান আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার ক্ষমতায় আসার পর পাকিস্তানের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক খুব জোরালো হয়নি বলেই মনে করেন পর্যবেক্ষকরা।

১৯৭১ সালের মুক্তিযুদ্ধে পাকিস্তান সেনাবাহিনীর কৃতকর্মের জন্য বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়ার আহ্বান জানানো এবং ৭১ পূর্ববর্তী সম্পদের হিসাব চাওয়ায় দুই দেশের মধ্যে সম্পর্ক আনুষ্ঠানিকতা নির্ভর হয়ে পড়ে।

এছাড়া মানবতাবিরোধী অপরাধের বিচার প্রক্রিয়া শুরুর বিষয়টিও সম্পর্কে একটি নেতিবাচক প্রভাব ফেলে।

তবে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নের নানামুখী প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে পাকিস্তান। বিশেষ করে এদেশের সাংবদিকদের সঙ্গে সম্পর্ক উন্নয়নের একটি ধারাবাহিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে দেশটি। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ থেকে গণমাধ্যম প্রতিনিধিদের নিয়মিতভাবে পাকিস্তান সফরে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে ঢাকার পাকিস্তান হাইকমিশন। সর্বশেষ এ ধরনের একটি দল পাকিস্তান সফরে রয়েছে।

বাংলাদেশ