শুনলাম “নোলক” ছবিটি সেন্সর ছাড়পত্রের জন্য জমা পড়েছে

শুনলাম “নোলক” ছবিটি সেন্সর ছাড়পত্রের জন্য জমা পড়েছে

শুনলাম “নোলক” ছবিটি সেন্সর ছাড়পত্রের জন্য জমা পড়েছে। কিন্তু এ ছবি নিয়ে কিছু জটিলতা ছিল। সেসবের সমাধানে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক সমিতি ও বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি এগিয়ে আসে। পরিচালক ও প্রযোজককে ডেকে একটি প্রাথমিক সিদ্ধান্তও হয়। সিদ্ধান্তকে উপেক্ষা করে কাউকে কিছু না জানিয়ে গোপনে ছবিটি জমা দেওয়া মোটেও ঠিকক হয়নি। দুই সমিতির নেতাদের অবজ্ঞা করা হয়েছে!’

কথাগুলো বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব বদিউল আলম খোকনের। ‘নোলক’ ছবিটি সেন্সর ছাড়পত্রের জন্য জমা দেওয়ায় গতকাল বুধবার দুপুরে চলচ্চিত্র পরিচালক সমিতিতে এই মন্তব্য করেন তিনি।

বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব বদিউল আলম খোকনের সঙ্গে যখন কথা হচ্ছিল, তখন পাশেই ছিলেন সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার। মহাসচিবের বক্তব্যকে সমর্থন দিয়ে তিনি বলেন, ‘এভাবে সেন্সর বোর্ডে ছবিটি জমা দেওয়া মোটেও ঠিক হয়নি। শুরু থেকেই ছবিটির পরিচালক হিসেবে আমরা রাশেদ রাহাকে চিনি। কাউকে কিছু না জানিয়ে অন্য কেউ এফডিসি থেকে কীভাবে অনাপত্তিপত্র নিয়ে গেল, এটা বিস্ময়কর!’

বিনোদন