দালতে ব্রেন্টন, মানসিক স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ

দালতে ব্রেন্টন, মানসিক স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দুটি মসজিদে গুলি চালিয়ে অর্ধশত ব্যক্তিকে হত্যার দায়ে আটক সন্দেভাজন বন্দুকধারী ব্রেন্টন ট্যারান্টকে আদালতে হাজির করা হয়েছে। বিচারের শুরুতেই তিনি মানসিকভাবে সুস্থ কি না, তা পরীক্ষার নির্দেশ দিয়েছে নিউজিল্যান্ডের আদালত।

শুনানির সময় ট্যারান্ট কোনো মন্তব্য করেনি। ১৪ জুন পরবর্তী শুনানির দিন ঘোষণা করেছেন বিচারক।

বিচারের শুরুতে ২৮ বছর বয়সী ব্রেন্টন ট্যারান্ট বিচারের মুখোমুখি হওয়ার জন্য ‘উপযুক্ত’ নাকি মানসিকভাবে অসুস্থ তা এখন পরীক্ষা করে দেখা হবে বলে জানিয়েছেন বিচারক ক্যামেরন ম্যান্ডের।

গতকালই জানানো হয়, ব্রেন্টনের বিরুদ্ধে ৫০ খুনের অভিযোগ আনা হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে ৩৯টি হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়েছে।

ক্রাইস্টচার্চে হামলায় গ্রেপ্তার এ সন্দেহভাজন শুক্রবার কারাগার থেকে ভিডিও লিংকের মাধ্যমে আদালতের শুনানিতে অংশ নেন। বিচারক, আইনজীবীদের পাশাপাশি এসময় আদালত কক্ষে হতাহতদের আত্মীয়-স্বজনরা উপস্থিত ছিলেন। সূত্র : বিবিসি।

আন্তর্জাতিক