শ্রীমঙ্গলে ৮ নাটকে টয়া-সাফা-তৌসিফ-জোভান

শ্রীমঙ্গলে ৮ নাটকে টয়া-সাফা-তৌসিফ-জোভান

সম্প্রতি শ্রীমঙ্গলে ৮ টি নাটকের শুটিং করা হয়েছে। আর এই ৮ নাটকের শুটিংয়ে মূখ্য চরিত্রে অভিনয় করেছেন ৪ জন- জোভান, সাফা কবির, তৌসিফ ও টয়া। আর এই ৮ নাটকের শুটিং করেছেন চারজন পরিচালক। এরা হলেন- এল আর সোহেল, কে এম নাইম, রাফাত মজুমদার রিংকু ও মেহেদি হাসান হৃদয়।

এল আর সোহেল নির্মাণ করেছেন ‘রং চা’ ও ‘শ্রীমঙ্গলেই মঙ্গল।’ নাটকের রচনা করেছেন যথাক্রমে সবুজ ওয়াহিদ ও মেজবাহ উদ্দিন সুমন। কে এম নাইম নির্মাণ করেছেন বাড়ি থেকে পালিয়ে ও মিমি কাব্য। নাটক দুটো রচনা করেছেন জাফর ইকবাল সুজন। শুকনো চা পাতা ও টান নির্মাণ করেছেন রাফাত মজুমদার রিংকু। নাটক দুটো রচনা করেছেন মুনতাহা বৃত্তা ও সেরনিয়াবাত শাওন এছাড়াও মেহেদি হাসান নির্মাণ করেছেন পাগল পাহাড় কিনবে ও টু মার্চ।

নাটকগুলো শ্রীমঙ্গলের, চা বাগান, মাধবপুর লেক, চা বাগানের বাংলো রাবার বাগান সহ মনোরম পরিবেশে চিত্রায়িত।

বিনোদন