সোনাইমুড়ি ও চাটখিলে বিএনপির বিক্ষোভ, ভাংচুর সড়ক অবরোধ

বিএনপির যুগ্ম-মহাসচিব ও নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ি) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়ার প্রতিবাদে সোমবার দুপুরে সোনাইমুড়ি ও চাটখিলে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি।

এসময় বিক্ষুদ্ধ নেতাকর্মীরা গাড়ি ও কয়েকটি দোকান ভাংচুর করেন। একইসঙ্গে সোনাইমুড়ি-চাটখিল সড়ক তিন ঘণ্টা অবরোধ করে রাখা হয়।

সোনাইমুড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, দুপুর ১টায় সোনাইমুড়ি উপজেলা বিএনপির সভাপতি আনোয়ারুল হক কামালের নেতৃত্বে কয়েক হাজার নেতাকর্মী সোনাইমুড়ি বাইপাস সড়ক ও সোনাইমুড়ি বাজারে বিক্ষোভ মিছিল করে।

এসময় বিক্ষুদ্ধ কর্মীরা সোনাইমুড়ি সড়কে দু’টি বাস, দু’টি সিএনজি, একটি ম্যাক্সিসহ ৭-৮টি গাড়ি ও সোনাইমুড়ি বাজারের ৪টি দোকান ভাংচুর করে। এছাড়া চাটখিল বাজার এলাকায় বিএনপির বিক্ষুদ্ধ কর্মীরা ৪টি দোকানে ভাংচুর চালায়।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশের টহল বাড়ানো হয়েছে বলেও তিনি জানান।

চাটখিল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমুল হক জানান, ব্যারিষ্ট্রার খোকনের জামিন নামঞ্জুর করে তাকে জেল হাজতে পাঠানোর সংবাদ শোনার সঙ্গে সঙ্গে উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক ফেয়ার আহমদের নেতৃত্বে পাঁচশতাধিক নেতাকর্মী চাটখিল বাজারে বিক্ষোভ মিছিল করে। মঙ্গলবার সকাল-সন্ধ্যা হরতালের ঘোষণা দেওয়া হয়।

অন্যদিকে দুপুর আড়াইটার দিকে জেলা বিএনপির সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মো. শাহাজাহান কেন্দ্রের নির্দেশে মঙ্গলবার হরতাল ঘোষণা দেন।

হরতালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে গাড়ি পোড়ানো মামলায় ১৮দলীয় জোটের ৪৫ জন নেতার বিরুদ্ধে সোমবার দুপুরে চার্জশিট আদালতে দাখিল করা হলে বিচারক ৭দিনের জামিনে থাকা মাহবুব উদ্দিন খোকনকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

রাজনীতি