‘দারিদ্র্য দূরীকরণ নিয়ে চার পুরুষ ধরে মিথ্যা বলেছে গান্ধী পরিবার,’ সম্প্রতি ভারতের নির্বাচন সামনে রেখে হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন কথাই বললেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
শুক্রবার দেওয়া সাক্ষাৎকারে মোদি বলেন, জওহরলাল নেহরু থেকে সোনিয়া গান্ধী পর্যন্ত সবাই মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছেন। এখন একই ইস্যুতে মিথ্যা বলছেন রাহুল গান্ধী।
আসন্ন ২০১৯ সালে ভারতের লোকসভা নির্বাচনে বিজেপির নেতৃত্বাধীন ভারতীয় জনতা পার্টি (এনডিএ) ৩০০ আসনেই জয়লাভ করবে বলেও আশাবাদ জানান তিনি।
গত সপ্তাহে দারিদ্র্য দূরীকরণে নতুন প্রকল্পের প্রতিশ্রুতি দিয়েছেন কংগ্রেস সভাপতি রাহুল। বিরোধী দলের এ প্রতিশ্রুতির প্রতিক্রিয়া হিসেবেই এমন মন্তব্য করেন মোদি।