ব্রিটেনে ভ্রমণ সতর্কতা জারি করেছে কানাডার সরকার। যুক্তরাজ্যে ভ্রমণে কানাডার নাগরিকদের ‘সর্বোচ্চ সতর্কতা অবলম্বন’ করতে বলা হয়েছে। ব্রিটেনের পার্লামেন্টে তৃতীয়বারের মতো ব্রেক্সিট চুক্তি প্রত্যাখ্যাত হওয়ায় দেশটির রাজপথে হাজারো মানুষের বিক্ষোভ হতে পারে বলে আশঙ্কা করছে কানাডার সরকার।
এই পরিপ্রেক্ষিতে যুক্তরাজ্যে ভ্রমণে কানাডার নাগরিকদের সর্বোচ্চ সতর্কতা মেনে চলতে বলা হয়েছে। এক টুইটবার্তায় গ্লোবাল অ্যাফেয়ার্স এ কথা জানিয়েছে।
গ্লোবাল অ্যাফেয়ার্স বলছে, (ব্রিটেনে) সহিংস ঘটনার পাশাপাশি বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তাকর্মীদের সংঘাত হতে পারে। এ কারণে ব্রিটেনে অবস্থানরত কানাডার নাগরিকদের বলা হচ্ছে তারা যেন বিক্ষোভের স্থান এবং সন্নিকটের পাতাল ষ্টেশনগুলো এড়িয়ে চলে।
গ্লোবাল অ্যাফেয়ার্স জানিয়েছে, ব্রিটেনে চলমান পরিস্থিতিতে সন্ত্রাসী ঘটনার ঝুঁকি রয়েছে।
সূত্র : আনাদুলু নিউজ