গুয়াতেমালার পশ্চিমাঞ্চলীয় একটি শহরে বুধবার সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ১৮ জন নিহত হয়েছে। মহাসড়কে একটি ট্রাক ভিড়ের মধ্যে উঠে গেলে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।
দমকল বিভাগের মুখপাত্র সেসিরিও চাকেজ সাংবাদিকদের মৃতের খবর নিশ্চিত করেন।
জানা গেছে, মহাসড়কে অন্য একটি দুর্ঘটনার পর লোকজন ভিড় করেছিলেন। এ সময় একটি ট্রাক এসে তাদের পিষ্ট করে। এতে ব্যাপক হতাহতের ঘটনা ঘটে।
এ ঘটনায় ২৮ বছর বয়সী ট্রাকচালককে গ্রেপ্তার করেছে পুলিশ।