বিশ্বের সবচেয়ে ঊঁচু ভোট কেন্দ্র ভারতের হিমাচলে

বিশ্বের সবচেয়ে ঊঁচু ভোট কেন্দ্র ভারতের হিমাচলে

ভারতের হিমাচল প্রদেশের ছোট্ট একটি গ্রামের নাম তাশিগাং। বর্তমানে বিশ্বের সবচেয়ে উঁচুতে অবস্থিত ভোটকেন্দ্রটি রয়েছে এই গ্রামে।

ভোটকেন্দ্রটি ভূ-পৃষ্ঠ থেকে ১৫ হাজার ২৫৬ ফুট উঁচুতে অবস্থিত। তাশিগাং গ্রামটির অবস্থান হিমাচল প্রদেশের লাহুল-স্পিতি উপত্যকার কিন্নর জেলায়। প্রদেশের মান্ডি লোকসভা কেন্দ্রের আওতায় রয়েছে এই ভোট কেন্দ্রটি।

হিমাচলের চারটি লোকসভা কেন্দ্রের অন্যতম মান্ডি। এই কেন্দ্রের আওতায় রয়েছে ১৭টি বিধানসভা আসন। এর আগে এই রাজ্যের সবচেয়ে ঊঁচু ভোট কেন্দ্র ছিল হিক্কিম, যার উচ্চতা ১৪ হাজার ৪০০ ফুট। এখান থেকে ভারত-চীন সীমান্ত ২৯ কিলোমিটার দূরে। এই গ্রামে মোবাইল ফোন সংযোগ নেই। ভোটকর্মীরা ভোটের সময় স্যাটেলাইট ফোন ব্যবহার করবেন।

তাশিগাং ও গেতে গ্রামের ভোটার মাত্র ৪৮ জন। তারা ভোট দেবেন তাশিগাং কেন্দ্রে। ৪৮ জনের মধ্যে ১৮ জন নারী ও ৩০ জন পুরুষ। এদের মধ্যে সবচেয়ে প্রবীণ হলেন একজন নারী। তাঁর বয়স ৭৮ বছর। নাম রিভিন। এখানের লোকসভার ভোট হবে ১৯ মে।

আন্তর্জাতিক