গোলান মালভূমি : নিরাপত্তা পরিষদের বৈঠক চায় সিরিয়া

গোলান মালভূমি : নিরাপত্তা পরিষদের বৈঠক চায় সিরিয়া

মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের ভূখণ্ডের অংশ হিসেবে গোলান মালভূমিকে স্বীকৃতি দেয়ায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক ডাকার অনুরোধ জানিয়েছে সিরিয়া।

বর্তমানে ফ্রান্স জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সভাপতির দায়িত্ব পালন করছে।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার একটি ঘোষণাপত্রে স্বাক্ষর করেন। গোলান থেকে ইসরাইলকে সরে যাওয়ার আহ্বান জানানোর জাতিসংঘের প্রস্তাব থাকা সত্ত্বেও এ ঘোষণাপত্রে যুক্তরাষ্ট্র কৌশলগত দিক থেকে গুরুত্বপূর্ণ এ মালভূমি ইসরাইলের অন্তর্ভূক্ত বলে স্বীকৃতি দেয়া হয়।

এক পত্রে জাতিসংঘে নিযুক্ত সিরীয় মিশন অধিকৃত সিরীয় গোলান মালভূমির পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠক ডেকে আলোচনা করতে নিরাপত্তা পরিষদের সভাপতিকে অনুরোধ জানিয়েছে সিরিয়া।

আন্তর্জাতিক