মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদ বলেছেন সন্ত্রাসী কর্মকাণ্ড ইসরায়েলের চিরাচরিত স্বভাব। বিশ্বের অন্যান্য জাতিগোষ্ঠীর চেয়ে ইসরায়েলিরা বেশি সহিংস ও সন্ত্রাসবাদী বলেও মন্তব্য করেছেন তিনি।
সম্প্রতি গাজায় ইসরায়েল নতুন করে হামলা চালানো শুরু করেছে। গতকাল বুধবার মালয়েশিয়ার লাংকাভিতে আন্তর্জাতিক বিমান ও সমুদ্রের ন্যাভিগেশন ফেয়ার উদ্বোধনকালে ইসরায়েলের সাম্প্রতিক হামলা প্রসঙ্গে ড. মাহাথির এ মন্তব্য করেন।
মাহাথির বলেন, সন্ত্রাসী কর্মকাণ্ড ইসরাইলের চিরাচরিত স্বভাব। তাদের অধিকাংশই সন্ত্রাসী মনোভাবের। অন্যান্য জাতির চেয়ে তারা বেশী উগ্র ও সহিংস।
সহিংসতা সে অঞ্চলের সমস্যা সমাধান করতে পারে না মন্তব্য করে ড. মাহাথির বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানো উচিত।