থাইল্যান্ডের সাধারণ নির্বাচনে ক্ষমতাসীন জান্তা সরকার কারচুপি করছে বলে অভিযোগ উঠছে। ঘুষ দিয়ে সেনাবাহিনী ভোট কিনেছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে জানাচ্ছেন অনেকে। নির্বাচনে বড় আকারে অনিয়মের অভিযোগ তুলেছেন থাকসিন।
গত রোববার ভোটগ্রহণের পর বুথ ফেরত ফলাফলে দেখা যায়, দেশটির সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার পিউ থাই পার্টি (পিটিপি) এগিয়ে ছিল।
এর কিছুক্ষণ পরেই নির্বাচন কমিশন (ইসি) জানায়, ফলাফল ঘোষণা করতে কয়েক সপ্তাহ লেগে যাবে। কিন্তু কি কারণে বিলম্ব হবে তার কিছুই জানায়নি ইসি। ফলে নির্বাচনে অনিয়মের অভিযোগ আরও জোরালো হচ্ছে।