দিনের আলো সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে জ্বালানি সাশ্রয়ের জন্য ইউরোপজুড়ে গ্রীষ্মকালে ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে ও পিছিয়ে দেওয়ার যে নিয়ম চালু আছে তা এবার বন্ধ করার প্রস্তাবে সমর্থন দিয়েছে ইউরোপীয় পার্লামেন্ট।
বর্তমানে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দেশগুলো বছরে দুই বার ঘড়ির কাঁটায় পরিবর্তন আনে৷ আইন করে এ ব্যবস্থা চালু হওয়ার পর থেকে প্রতিবছরই মার্চের শেষ রবিবার ঘড়ির কাঁটা এক ঘণ্টা এগিয়ে দেওয়া হয়, আর অক্টোবরের শেষ রবিবারে তা আবারও পিছিয়ে আগের সময়ে ফিরে যাওয়া হয়।
জনমত জরিপে দেখা গেছে, ৮৪ শতাংশ ইউরোপীয়ই নিয়মটি বাদ দেওয়ার পক্ষে মত দিয়েছেন। যার ভিত্তিতে গত বছর ইউরোপীয় কমিশন ঘড়ির কাঁটা পরিবর্তন না করার বিষয়ে এ খসড়া প্রস্তাব তৈরি করে।
এ প্রস্তাব নিয়েই ভোটাভুটি করেছেন ইইউ পার্লামেন্ট সদস্যরা। প্রস্তাবের পক্ষে পড়েছে ৪১০ ভোট এবং বিপক্ষে পড়েছে ১৯২ ভোট।