ইরানে আকস্মিক বন্যায় অন্তত ১৯ জনের প্রাণহানি ঘটেছে। এই বন্যার কারণে আহত হয়েছে আরো ১০০ জন।
দেশটির কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।
ইরানের দক্ষিণাঞ্চলে এ আকস্মিক বন্যার সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বন্যার কয়েকটি ফুটেজে ছড়িয়ে পড়েছে। এতে দেখা গেছে, ইরানের শিরাজ শহরের মধ্য দিয়ে পানির তীব্র স্রোত বয়ে যাচ্ছে। ল্যাম্পপোস্ট আঁকড়ে ধরে এবং গাড়ির ছাদে উঠে আত্মরক্ষার চেষ্টা করছে লোকেরা।
জানা গেছে, এ বন্যার কারণে শিরাজ শহরের সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে। শহরটির কয়েকশ ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।
সূত্র : বিবিসি, রয়টার্স