১৫ মার্চ নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুটি মসজিদে সন্ত্রাসীর হামলায় ৫০ জন মুসল্লি নিহত হয়। এই ঘটনার তদন্ত করবে নিউজিল্যান্ডের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা রয়্যাল কমিশন।
নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন এ কথা জানিয়েছেন। গতকাল সোমবার মন্ত্রিসভার বৈঠক শেষে তিনি এ কথা জানান।
জাসিন্ডা আরডার্ন বলেন, ক্রাইস্টচার্চে মসজিদে হামলার ঘটনাটি আমাদের ইতিহাসের কালো অধ্যায়। তাই সর্বোচ্চ তদন্তকারী সংস্থা রয়্যাল কমিশন এর তদন্ত করবে।
তিনি জানান, মন্ত্রিসভার বৈঠকে সদস্যরা এ বিষয়ে একমত পোষণ করেছেন। ওই হামলা প্রতিরোধে করণীয় কী ছিল সেটিও খাতিয়ে দেখবে রয়্যাল কমিশন।
সূত্র : এবিসি নিউজ