কুষ্টিয়ার রোববার মিরপুর পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক ইব্রাহীম আলীকে (৪৮) আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেফতার করেছে পুলিশে।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, বিকেল সাড়ে ৫টার দিকে তার কাছে আগ্নেয়াস্ত্র রয়েছে এমন সংবাদের ভিত্তিতে তাকে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে গ্রেফতার করা হয়। পরে তার দেহে তল্লাশি করে একটি এলজি ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
ইব্রাহীমের বিরুদ্ধে মিরপুর থানায় হত্যাসহ প্রায় ১৫টির অধিক মামলা রয়েছে। বর্তমানেও তিনি সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত।
এদিকে মিরপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রহমত আলী রব্বান জানান, তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার। বিকেলে কেন্দ্র ঘোষিত বিএনপির গণঅনশন কর্মসূচি পালন শেষে কুষ্টিয়া হতে বাড়িতে ফেরার পথে মিরপুর থেকে তাকে গ্রেফতার করে। তবে তার হেফাজত থেকে যে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধারের বিষয়টি পুলিশ দাবি করেছে তা সঠিক নয়।